জেএসসি/ জেডিসি পরীক্ষার রেজাল্ট / ফলাফল ২০১৬
জেএসসি/ জেডিসি পরীক্ষার রেজাল্ট / ফলাফল ২০১৬
এসএমএস -এর মাধ্যমে জানুন JSC / JDC Result 2016
পাবলিক পরীক্ষার ফলাফল জানার অন্যতম সহজ উপায় হচ্ছে মোবাইল এসএমএস সার্ভিস।
আপনিও আপনার জেএসসি এবং জেডিসি রেজাল্ট মোবাইলের এসএমএসের মাধ্যমে পেতে
পারেন সহজেই। মাত্র ২টাকা খরচ করেই পেতে পারেন আপনার পরীক্ষার ফলাফল।
মোবাইলের মাধ্যমে জেএসসি রেজাল্ট ২০১৬ জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
- মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন JSC <স্পেস> আপনার শিক্ষা বোর্ডের প্রথম ৩ অক্ষর <স্পেস> JSC Roll Number <স্পেস> 2016
- আর মেসেজটি পাঠিয়ে দিন 16222 নম্বরে।
- ফিরতি এসএমএসে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত জেএসসি রেজাল্ট ২০১6। এসএমএস চার্জ মাত্র ২টাকা+ভ্যাট। এসএমএস পাঠানো যাবে যেকোন মোবাইল অপারেটর থেকে।
মোবাইলের মাধ্যমে জেডিসি রেজাল্ট ২০১৬ জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
- মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন JDC <স্পেস> MAD <স্পেস> JDC Roll Number <স্পেস> 2016
- আর মেসেজটি পাঠিয়ে দিন 16222 নম্বরে।
- ফিরতি এসএমএসে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত জেডিসি রেজাল্ট ২০১6। এসএমএস চার্জ মাত্র ২টাকা+ভ্যাট। এসএমএস পাঠানো যাবে যেকোন মোবাইল অপারেটর থেকে।
জেএসসি/ জেডিসি পরীক্ষার রেজাল্ট / ফলাফল ২০১৬
রিভিউ করছেন Unknown
তে
2:21 PM
রেটিং:
No comments: