কম খরচে ডেটিং করতে চাইলে

ডেটিং এর স্থান:
আজকাল ডেটিং প্লেসগুলো স্থানান্তরিত হয়েছে দামী দামী সব রেষ্টুরেন্ট ও
ফাস্টফুড শপগুলোতে। তবে পকেট বাবাজিকে বাঁচাতে চাইলে বুদ্ধি করে প্রেমিকাকে
পার্ক কিংবা লেকে নিয়ে যেতে পারেন। যেমন করে তাকে ভালোবাসার টোপ গিলিয়েছেন
ঠিক তেমনি করেই তার ব্রেনওয়াশ করতে হবে। দেখবেন এক সময় প্রাকৃতিক স্থান
তারও ভালো লাগবে। তখন আর আপনাকে কৌশল অবলম্বন করতে হবে না।
বাদাম:
দামী রেষ্টুরেন্টের খাবার খাওয়াতে না পারলেও পাঁচ টাকার বাদাম অন্তত কিনে
দিয়েন। এছাড়া রাস্তার পাশের ফুচকা, চানাচুর মাখা, ঝালমুড়ি, ভুট্টার খই সহ
আরও অনেক মুখরোচক খাবার পাওয়া যায়। এগুলোর মাধ্যমেও তার মন জয় করতে পারেন।
পরিমাণমত টাকা নিয়ে বের হন:
মানিব্যাগে হাজার হাজার টাকা থাকলেও ডেটিং এ বের হওয়ার সময় অল্প পরিমাণ
টাকা নিয়ে বের হতে পারেন। কারণ টাকা থাকলেই খরচ হয়, না থাকলে খরচ হয় না। আর
একটা বিষয় ক্রেডিট কার্ড বাবাজিকে এই সময়টাতে সাথে না রাখাই ভালো। পকেটে
টাকা থাকলে তা কিভাবে খরচ হয়ে যাবে তা আপনি টেরও পাবেন না।
মার্কেট কিংবা বিপণী বিতানের আশেপাশে না যাওয়া:
প্রেমিকাকে নিয়ে যত সম্ভব মার্কেট কিংবা বিপণী বিতানের আশে পাশে দিয়ে না
ঘোরাই ভালো। কারণ তার কখন কোনটা ভালো লেগে যায় তা বলা যায় না। তাই এসব
স্থান থেকে ১০০ হাত দূরে থাকাই ভালো।
বন্ধুদের সাথে আড্ডায় নিয়ে যান:
আপনার ভালোবাসার মানুষটির সাথে বন্ধুদের পরিচয় করিয়ে দিন। এরপর বন্ধুদের
আড্ডায় তাকে নিয়ে যান মাঝে মাঝেই। বন্ধুদের সঙ্গে আড্ডায় সময় কাটালে আলাদা
ভাবে অতিরিক্ত খরচ হওয়ার ঝুঁকি থাকে না।
কম খরচে ডেটিং করতে চাইলে
রিভিউ করছেন Unknown
তে
10:49 PM
রেটিং:
No comments: