Top Ad unit 728 × 90

>
[]

অপ্রয়োজনীয় ফাইলের হাত থেকে মুক্তি পাওয়ার উপায়

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে একটি ঝামেলার দিক হলো এটি C:\ ড্রাইª্র্র্র্রব প্রচুর অপ্রোয়জনীয় ফাইল জমা রেখে অযথাই জায়গা নষ্ট করে। তাই এসব অপসারন করাই ভালো। এতে কম্পিউটার গতি সাবলীল থাকবে
* C:\Windows ফোল্ডারের ভেতর একগাদা লেখার (টেক্সট) ফাইল থাকে। এগুলো মূলত বিভিন্ন কাজের তালিকা সংরক্ষন করে। এগুলোকে নির্দ্বিধায় মুছে
ফেলুন। এই ফোল্ডারে বেশকিছু অতি সাধারণ ছবির ফাইল থাকে, যা বেশির ভাগ সময় ব্যবহার করা হয় না। সুতরাং এগুলোকে মুছে ফেলা ভালো।

*C:\Document and Settings\User name\Local Settings\Temp ফাইলগুলোকে নির্দ্বিধায় মুছে ফেলুন।
* C:\Windows\DownloadedInstallations ফোল্ডারে বেশ কিছু প্রোগ্রামের সেটআপ ফাইল থাকে। এগুলোকেও মুছে ফেলুন।
* C:\Windows\Temp ফোল্ডারে যা আছে সবই মুছে ফেলতে পারেন।
* C:\ Program Files\Common Files ফোল্ডারে যান। এখানে আগে আনইনস্টল করা কোনো প্রোগ্রামের নামে কোনো ফাইল বা ফোল্ডার পেলে তা মুছে ফেলুন।
* এছাড়াC:\Windows\Temporary Internate file এবং C:\Win- dows\Cookies এর সব ফাইল মুছে ফেলুন।
* উইন্ডোজ ফোল্ডারের ভেতর *.ini সংযুক্তিসহ একগাদা ফাইল পাবেন। তবে এগুলো সরাসরি না মুছে প্রথমে অন্য কোনো ড্রাইভে সরিয়ে নিন। তারপর দু-একদিন কম্পিউটার ব্যবহার করে দেখুন। যদি কোনো সমস্যা না হয় তবে এগুলো মুছে ফেলুন।
* যারা System Restore ব্যবহার করেন না তারা System Properties-এ গিয়ে সিস্টেম রিস্টোর ট্যাব থেকে এটি বন্ধ করে দিন।
* যদি আপনি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হয়ে থাকেন তবে অপ্রয়োজনীয় ব্যবহারকারীর অ্যাকউন্টগুলো সরিয়ে দিন।
অপ্রয়োজনীয় ফাইলের হাত থেকে মুক্তি পাওয়ার উপায় রিভিউ করছেন Unknown তে 2:58 AM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.