Top Ad unit 728 × 90

>
[]

নষ্ট ফাইল সিস্টেম ঠিক করা


 
বিভিন্ন সফটওয়্যার ইনস্ট বা আনইনস্টল করার সময় সিস্টেম ফাইল (.dll.exe) নষ্ট হয়ে যেতে পারে। এসব সিস্টেম ফাইল নষ্ট হওয়ার ফলে উইন্ডোজ ইরর বার্তা প্রদর্শন করে। সিস্টেম ফাইল ঠিক করার জন্য-

প্রথমে Start মেনু থেকে Programs>Accessories> System Tools>System Information-এ ক্লিক করে সিস্টেম ইনফরমেশন ইউটিলিটি চালু করম্নন।

এবার সিস্টেম ইনফরমেশন ইউটিলিটি Tools মেনুতে ক্লিক করে ড্রপ-ডাউন সাব-মেনুতে Net Diagnostics, System Restore, File Signature Verification Utility, DirectX Diagnostic Tool and Dr. Watsan এই পাঁচটি ইউটিলিটি অপশন দেখতে পাবেন। এই অপশনগুলো ব্যবহার করে উইন্ডোজ ও ফাইলের বিভিন্ন সমস্যা সমাধান করা সম্ভব।
নষ্ট ফাইল সিস্টেম ঠিক করা রিভিউ করছেন Unknown তে 3:03 AM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.