Top Ad unit 728 × 90

>
[]

পিসিতে থ্রিজি গতিতে জিপি সিম দিয়ে ফ্রি ইনটারনেট ব্যবহার করুন।

আমি আজ আপনাদেরকে জিপি সিম দিয়ে থ্রিজি গতিতে কিভাবে ফ্রি ইনটারনেট ব্যবহার করতে হয় সে সম্পর্কে বলব । নতুনদের বোঝার সুবিধার্থে আমি আজ মূলত এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব । আমি এটি নিজে ব্যবহার করি । প্রথমে আপনার জিপি সিম এ যে কোন একটি প্যাকেজ একটিভ করেন । আর যাদের প্যাকেজ একটিভ করা আছে তাদের নতুন করে প্যাকেজ একটিভ করতে হবে না । আপনি চাইলে 4MB এর ছোট প্যাকেজটা একটিভ করে নিতে পারেন একটিভ করার জন্য *500*80# ডায়াল করুন খরচ ২.৩০টাকা  ।  তারপর মডেম এ gpwap দ্বারা
কানেক্ট করুন । নিচের ছবির মত


 এবার প্রথমে এই লিংক  এরপর এই লিংক এ ক্লিক করে ফাইল দুটো ডাউনলোড করে একটি ফোল্ডারে রাখুন । তারপর TG HTTP সফটা instail দিন । instail হয়ে গেলে নিচের ছবির মত করে ছেটিংস করে নিন ।














তারপর TG HTTP এর start বাটনে ক্লিক করুন নিচের ছবির মত ।












তারপর দ্বিতীয় ফাইলের সফটা ওপেন করে on বাটনে ক্লিক করুন নিচের ছবির মত ।









তারপর বাউজারের network setting এ গিয়ে proxy তে 127.0.0.1 এবং port 8080 দিন  নিচের ছবির মত ।











তারপর বাউজ করুন ইচ্ছা মত । বাউজ করার সময় সিমে টাকা রাখবেন না তাহলে টাকা কেটে নিতে পারে ।
অনুরুপভাবে IDM এ proxy তে 127.0.0.1 এবং port 8080 দিন  নিচের ছবির মত ।















এরপর ইছামত ডাউনলোড করুন । নিচে আমার ডাউনলোডের স্কিনসট দেওয়া হলো ।


পিসিতে থ্রিজি গতিতে জিপি সিম দিয়ে ফ্রি ইনটারনেট ব্যবহার করুন। রিভিউ করছেন Unknown তে 11:17 PM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.