Top Ad unit 728 × 90

>
[]

দেখে নিন অ্যান্ড্রয়েড মোবাইল সেট কেন এবং কীভাবে রুট করবেন

বাজারে সেসব অ্যান্ড্রয়েড স্মার্টফোন পাওয়া যায় সেগুলো সাধারণ ব্যবহারকারীদের জন্য সেফমুডে থাকে। কিন্তু এটা যদি রুট করেন তাহলে বিশেষ কিছু সুবিধা পাবেন। যেমন: বিল্টইন সব অ্যাপস ইচ্ছেমতো ডিলিট করা, বড় অ্যাপসগুলোকে এসডি কার্ডে স্থানান্তর করা, র‌্যাম বাড়ানো, ব্যাটারি লাইফ বাড়ানো, অ্যাপসের অটোমেটিক আপডেট বন্ধ করে ড্যাটা কস্ট কমানোসহ ইত্যাদি সুবিধা পাওয়া যায়। মোট কথা আপনি হবেন আপনার ডিভাইসের সুপার ইউজার।
দেখে নিন অ্যান্ড্রয়েড মোবাইল সেট কেন এবং কীভাবে রুট করবেন 500x299 দেখে নিন অ্যান্ড্রয়েড মোবাইল সেট কেন এবং কীভাবে রুট করবেন
রুট করার জন্য অ্যাপস স্টোরে অনেক অ্যাপস পাওয়া যায়। এর মধ্যে Kingo Android Root অন্যতম। অবশ্য সবগুলো সব ফোনে ভালো কাজ করে না। নানা ধরনের সমস্যা তৈরি করে। এখানে এমন কিছু অ্যাপসের তালিকা লিঙ্কসহ দেয়া হলো যা আপনার কাজে লাগবে।
১. SRSRoot One Click Root For Android
এখানে আপনি সেসব অ্যান্ড্রয়েড ডিভাইস এই অ্যাপসটি সাপোর্ট করে তার তালিকা পাবেন। ক্লিক করুন
আপনার ফোনটি এর তালিকার বাইরে হলেও চেষ্টা করে দেখতে পারেন। সমস্যা হলে বেরিয়ে যাবেন। আপনার ফোনের কোনো ক্ষতি হবে না।
২. RootX
এটা দিয়ে সব অ্যান্ড্রয়েড ডিভাইসই রুট করা যায়।
ডাউনলোড
৩. Root Using Motochopper
এই অ্যাপসটিও খুব কাজের। এই লিঙ্কে রুট করার সব ক্রমিক বর্ণনা পাবেন।

রুট করার আগে
ফোনে USB debugging mode অন করুন। যদি আপনার ফোনের Android সংস্করণ 4.0 অথবা 4.1 হয় তাহলে যান Settings-Developer Options। এরপর USB debugging বক্সে ক্লিক করুন (এর আগে আপনাকে Developer Options অন করতে হবে পারে)। আর Android 4.2 বা এর পরের সংস্করণ হলে Settings-About Phone-Developer Options এবং পরে USB debugging এ ক্লিক করুন। এরপর OK তে ক্লিক করুন আপনার সেটিং চেঞ্জ হয়ে রুট হয়ে যাবে।
দেখে নিন অ্যান্ড্রয়েড মোবাইল সেট কেন এবং কীভাবে রুট করবেন রিভিউ করছেন Unknown তে 1:19 AM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.