কম্পিউটারের অপ্রয়োজনীয় ফাইল নিয়ে কিছু কথা
শাটডাউনের সময় সোয়াপ ফাইল মুছে ফেলা
আপনি হয়তো শংকিত হতে পারেন এই ভেবে যে কেউ যদি আপনার ইউজার সোয়াপ ফাইল
ঘেটে কম-বেশি, কোন স্পর্শকাতর ইনফরমেশন জেনে নেয়, তা আপনার ক্ষতির কারণ
হতে পারে। শংকিত হবার কিছু নেই, আপনার জন্যই এবারের টিপসটি। শাট ডাউনের
সময় সোয়াপ ফাইলটি মুছে ফেলার জন্য নিচের পদ্ধতি অবলম্বন করুন।
- Start মেনুর Run সাব মেনুতে ক্লিক করুন।
- এবার প্রদর্শিত উইন্ডোতে regedit লেখাটি টাইপ করে OK করুন। কিছুক্ষনের মধ্যেই রেজিস্ট্রি এডিটর উইন্ডোটি ওপেন হবে।
- এরপর এর HEKY_LOCAL_MACHINE\System\Current ControlSet\Control\Session Manager\Memory Mana- gement লোকেশনে যান।
- এবার এর ডান প্যানেলের Clear Page File At Shutdown ডাবল ক্লিক করুন। এটি একটি উইন্ডো প্রদর্শন করবে। আপনি এর Value data বক্সে ১ প্রদান করুন।
- রেজিস্ট্রি থেকে বেরিয়ে আসুন এবং কম্পিউটার রিবুট করুন।
বি: দ্রি: রেজিস্ট্রিতে এই ফিচারের পরিবর্তনের কারনে কম্পিউটার কিছুটা (সত্যি বলতে বেশ কিছুটা) স্লো করে দিতে পারে, কেননা সোয়াপ ফাইলটির সমসত্ম
ডেটাকে ০ দ্বারা ওভাররাইট করতে কিছুটা সময় প্রয়োজন। যে কারনেই
সিকিউরিটি সংক্রামত্ম খুব বেশি জটিলতা যদি না থাকে তবে সেক্ষেত্রে এই
ফিচারটি অন না করাই উচিত।
বন্ধের সময় উইন্ডোজ পেইজ ফাইল পরিস্কার করা
কম্পিউটার বন্ধ করার সময় ইচ্ছা করলে উইন্ডোজের অস্থায়ী ফাইল- গুলো
পরিস্কার করতে পারেন। এসব অস্থায়ী ফাইলকে উইন্ডেজ পেইজ ফাইল বলে। এ
ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে Temp ফোল্ডারে জমা হয়। পরে উইন্ডোজ চালু হওয়ার সময় এটি ধীর হয়ে যায়। উইন্ডোজের এসব ফাইল পরিস্কার করার জন্য-
- Start থেকে Control Panel হয়ে Administrative Tools-এ ডাবল ক্লিক করুন। পর্দায় Administrative Tools উইন্ডো আসবে।
- এবার উক্ত উইন্ডোর Local Security Policy তে ডাবল ক্লিক করুন। পর্দায় Local Security Setting উইন্ডো আসবে।
- উক্ত Local Security Setting উইন্ডোর বাম পাশে ⊞ Local Polices তে ক্লিক করে Security Options-এ ক্লিক করুন।
- এবার প্রদর্শিত উইন্ডোর ডান দিকে Shutdown: Clear virtual memory page file-এ ডাবল ক্লিক করুন।
- এবার Shutdown: Clear virtual memory page file Properties ডায়ালগ বক্স আসবে।
- উক্ত ডায়ালগ বক্সের Enabled রেডিও বাটনে ক্লিক করে নির্বাচন করুন এবং OK করে বের হয়ে আসুন। এর ফলে পরবর্তী সময় Computer Shutdown করলে পেজ ফাইল পরিস্কার হবে।
মুছে ফেলুন অপ্রয়োজনীয় ফাইল
কম্পিউটার ব্যবহারের ফলে জমে থাকা অপ্রয়োজনীয় Prefetch ফাইল কম্পিউটারের গতি কমিয়ে দেয়। সাধারণত Start>Run-এ গিয়ে prefetch লিখে এই ফাইলগুলো মুছে ফেলা যায় (ডিলিট)। ইচ্ছে করলে এই ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা যাবে। এ জন্য-
- প্রথমে My computer থেকে আপনার হার্ডডিস্ক ড্রাইভে যান। এখানে কোনো ফাঁকা জায়গায় ডান ক্লিক করে New থেকে Text document-এ যান এবং এটি deleteprefetch নামে সেভ করুন।
- এবার দুই ক্লিক করে এই ফাইলে প্রবেশ করুন এবং লিখুন del C:\Windows \Prefetch\*.* /Q।
- এখন File/Save as থেকে All files নির্বাচিত করুন।
- এবার deleteprefetch.bat নামে এটি সংরক্ষণ (সেভ) করুন। লক্ষ করে দেখুন একটি ব্যাচ ফাইল তৈরি হয়েছে।
কম্পিউটারের অপ্রয়োজনীয় ফাইল নিয়ে কিছু কথা
রিভিউ করছেন Unknown
তে
3:06 AM
রেটিং:
No comments: