সিমেন্ট ক্রয়!
সকাল বেলায়ই জাম্বুকে তার মা দোকানে পাঠালো সিমেন্ট আনতে।
!
!
দোকান তখন সবেমাত্র খুলেছে। মালিক এতো ভোরে কাস্টমার দেখে ব্যাস্ত হয়ে পড়ল।
!
!
ওই তোরা স্যারকে বসতে দে, চা আনা। চা-বিষ্কুট খাবার পর
জাম্বু বলল-ধুর এতো সকালে কি চা-বিষ্কুটে কাম অয়?
!
!
দোকান তখন সবেমাত্র খুলেছে। মালিক এতো ভোরে কাস্টমার দেখে ব্যাস্ত হয়ে পড়ল।
!
!
ওই তোরা স্যারকে বসতে দে, চা আনা। চা-বিষ্কুট খাবার পর
জাম্বু বলল-ধুর এতো সকালে কি চা-বিষ্কুটে কাম অয়?
!
!
!
ওই তাইলে ছারের লাগি পরোটা আন। ইয়ে স্যার কয়ব্যাগ সিমেন্ট লাগবে?
!
!
!
পরোটা খাবার পর, জাম্বু বলল ধুর মিয়া পরোটা খাইতে আসি নাই। সকালে ভাত ছাড়া অন্য কিছু খাই না। নাকি অন্য দোকানে যামু?
!
!
!
দোকানি নিরুপায় হয়ে তখন ভাত এনে খাওয়ালো। স্যার এবার বলেন কতব্যাগ সিমেন্ট লাগবে আপনার?
!
!
!
জাম্বু- এতকিছু খাওয়ার পর একটা কোক হলে মন্দ হয়না।
!
!
অগত্যা দোকানি নিরুপায় হয়ে কোক এনে খাওয়ালো।
!
!
!
স্যার কতগুলো সিমেন্ট দেব?
!
!
জাম্বু এবার ধিরেসুস্থে বলল, "না মানে বেশি তো লাগবে না, মায়ের মাটির কলসিটা ভেঙে গেসে তো। আমারে ২ টাকার সিমেন্ট দেন।"
সিমেন্ট ক্রয়!
রিভিউ করছেন Unknown
তে
2:05 PM
রেটিং:
No comments: