শাহি বোরহানি
যা যা লাগবে:
টকদই
৩ কেজি • মিষ্টিদই ১ কেজি • মালাই দেড় কাপ • কাঠবাদাম ৪ টেবিল-চামচ •
পোস্তদানা বাটা ১ টেবিল-চামচ • সরিষা গুঁড়া ২ টেবিল-চামচ • লবণ (পরিমাণমতো)
• বিট লবণ ১ টেবিল-চামচ • পুদিনাপাতা বাটা ২ টেবিল-চামচ • কাঁচামরিচ বাটা ২
চা-চামচ • সাদা গোলমরিচ গুঁড়া দেড় চা-চামচ • জিরা (ভাজা) গুঁড়া দেড় চামচ •
ধনিয়া (ভাজা)গুঁড়া দেড় চামচ • টকদই (টক বুঝে) পরিমাণমতো • পানি (দইয়ের
ঘনত্ব বুঝে) পরিমাণমতো • তেঁতুলের মাড় (বোরহানির টক বুঝে) পরিমাণমতো
প্রস্তুত প্রণালী:
- প্রথমে দুই কাপ পানির সঙ্গে সব মসলা মিশিয়ে ছেঁকে নিতে হবে।
- এরপর পাতলা কাপড় দিয়ে দই ছেঁকে নিয়ে তাতে সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে।
- খাবারের সময় ফ্রিজ থেকে বের করে পরিবেশন করতে হবে। বাইরের তাপমাত্রায় বোরহানি বেশিক্ষণ ভালো থাকে না।
শাহি বোরহানি
রিভিউ করছেন Unknown
তে
5:28 PM
রেটিং:
No comments: