আসুন থ্রিজি মোডেমের অ্যান্টিনা বানাই এবং নেট স্পীডটা একটু বাড়াই
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি
ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।অামাদের দেশে সব জায়গায় এখনো ৩জি
নেটওয়াক পায় না । তবে অামি অাজ যে টিকস দেব সেটার মাধ্যমে খুব সহজেই ৩জি
নেটওয়াক পাবে ।
[note:এর জন্য অাপনার এলাকায় ৩০ কিলোমিটার এর ভিতরে ৩জি থাকতে হবে ]

প্রয়োজনীয় উপকরন:
- * লোহা তারের 14,15 ইঞ্চি . (তামা ব্যবহার করবেন না)
- * একটি 2 টুকরা সংযোগকারী ব্লক. (বৈদ্যুতিক তারের প্রসারিত করতে ব্যবহৃত হয়)
- * একটি ছোট বল্টু এবং নাট।
- * ডিস লাইনের তারের 32 ফুট.
- * একটি পাইপ .
- * প্লাস্টিকের একটি অংশ

অ্যান্টিনা বানানোর নিয়ম....
১.প্লাস দিয়ে তারটি চিত্রের মতো বাকান ।
২.তারের শেষ সংযোগকারী ব্লকটি প্রবেশ করান। না বুঝলে চিত্রটি দেখেন।


তার লাগানোর নিয়ম :






অার যদি এই টিপসটা কঠিন মনে হয় তাহলে এই ভাবে করে
অ্যালুমিনিয়ামের পাল্লায় দিয়ে নিচেরতো একটা অ্যান্টিনা বানান ।

এবার এটা বাসার ছাদে লাগান অার মডেম টা কানেক্ট করুন ।
[note -অ্যালুমিনিয়ামের পাল্লায় যে সাদা যন্ত্র দেখছেন এটা কিন্তু জিপির মডেম ]
অামি এই এই অ্যান্টেনা দিয়ে এখন ১.৫ থেকে ২ এমবিপিএস গতির ইন্টারনেট সংযোগ ব্যবহার করাতে পারতছি ।
অার বিনা খরচে বানাতে এই টিউন টা দেখেন
যা যা লাগবে.....
- সিগারেটের প্যাকের ভিতরের অ্যলুমিনিয়াম অংশ।
- আপনারা কি মাটির পাতিলের ঢাকনা দেখেছেন ঐ ধরনের অবতল যে কোন প্লাস্টিক বা অ্যলুমিনিয়াম এর গোলাকার অংশ। আমি প্লাস্টিকের গোল বাটি সামান্য তাপ দিয়ে নিচের অংশ গলিয়ে গোলাকার অবতল বানিয়েছি।
- আঠা
- টেপ
- মোডেম
- ১০ মিটার ইউ এস বি ক্যাবল।

কার্যপদ্ধতি.........
প্রথমে সিগারেটের প্যাকের অ্যলুমিনিয়াম অংশ উপরের দিকে রেখে নিচের সাদা অংশে গাম লাগিয়ে গোলাকার পাত্রের অবতল দিকে আটকে দিন।আঠা শুকিয়গেলে মোডেম কে টেপ দিয়ে উক্ত পাত্রের মাঝে আটকে দিন। ইউ এস বি লাগিয়ে অ্যন্টেনা সহ মডেমকে বাশ বা অন্য কিছু দ্বার উপরে তুলে দিন।
আমি এভাবে প্রায় ৫ কি,মি দূর হতে সংযোগ পাচ্ছি।
[বিদ্র: আগে আমি আমার ঘড় হতে ২ জি ও পেতাম না]

আসুন থ্রিজি মোডেমের অ্যান্টিনা বানাই এবং নেট স্পীডটা একটু বাড়াই
রিভিউ করছেন Unknown
তে
10:07 PM
রেটিং:
No comments: