চিকেন বাইটস

প্রয়োজনীয় উপকরণ:
- মুরগির মাংস সিদ্ধ ১ কাপ (হাড়বিহীন ও ছোট ছোট টুকরা করে কাটা)
- মুরগির ডিম ২টি
- সয়া সস ১ টেবিল চামচ
- চিলি সস হাফ কাপ
- পেঁয়াজের রস ১ টেবিল চামচ
- আদার রস ১ চা চামচ
- এবারুট ১ টেবিল চামচ
- রেপসিড বা বাদাম তেল (মুরগি ভাজার জন্য)
- লবণ পরিমাণমতো
- গোলমরিচ গুড়ো ১ চা চামচ
প্রস্তুত প্রণালী:
- প্রথমে সিদ্ধ করা মুরগির মাংসের সাথে সয়া সস, লবণ, গোলমরিচ, আদা-রসুনের রস মাখিয়ে ১ ঘন্টা রেখে দিতে হবে।
- এরপর ডিম এবারুট, লবণ ও গোলমরিচ এর সংমিশ্রণে একটি মিশ্রণ তৈরি করতে হবে।
- এবার মুরগির টুকরোগুলো এক এক করে মিশ্রণের মধ্যে ডুবিয়ে গরম তেলে ভেজে নিতে হবে। ভাজা হলে সেগুলো তেল ঝরিয়ে তাতে টুথ-পিক গেথে দিতে পারেন।
- সবশেষে চিলি সসের সাথে গরম গরম পরিবেশন করুন।
চিকেন বাইটস
রিভিউ করছেন Unknown
তে
12:31 PM
রেটিং:
No comments: