ডুকমেন্ট ও রানের ইতিহাস মুছে ফেলার কৌশল
কম্পিউটারে ওয়ার্ড ফাইলে কোনো কাজ করলে তা ডকুমেন্টসে হিস্টরি হিসাবে
থেকে যায়। এ ছাড়া কোনো প্রোগ্রাম রান এর সাহায্যে চালিয়ে থাকলে তা রান এ
জমা হয়ে থাকে। পরে অন্য কেউ কম্পিউটার ওপেন করলে দেখতে পারবে আগের
ব্যবহারকারী কি কি কাজ করেছেন।
এতে অনেক সময় গোপনীয়তা নষ্ট হওয়ার বিষয় জড়িত থাকে। এ বিড়ম্বনা থেকে মুক্তি পেতে চাইলে কিছু কায়দা অবলম্বন করতে হয়।
এ টিউটোরিয়ালের ওই কৌশলটি তুলে ধরা হলো।
প্রথমে স্টার্ট মেনু থেকে রানে যেতে হবে।
এরপর regedit লিখে ok করলে registry editor খুলবে।
রেজিস্ট্রি এডিটর থেকে HKEY_CURRENT_USER থেকে software-এ যেতে হবে। যেখান থেকে Microsoft থেকে windows-এ যেতে হবে। তারপর current version যেতে হবে।
এরপর policies থেকে explorer সিলেক্ট করে edit মেনু থেকে new সিলেক্ট করে DWORD value-এ ক্লিক করতে হবে।
তাহলে ডানে new value #1 আসবে যা পরিবর্তন করে clearrecent on exit লিখতে হবে।
এরপর clearrecent on exit এর ওপর দুইবার ক্লিক করে value date অংশে ১ লিখে রেজিস্ট্রি এডিটর বন্ধ করতে হবে।
এখন থেকে লগ অফ বা কম্পিউটার বন্ধের সময় ডুকমেন্টস ও রান থেকে সব তথ্য মুছে যাবে। পরের ব্যবহারকারী তা দেখতে পাবেন না।
এতে অনেক সময় গোপনীয়তা নষ্ট হওয়ার বিষয় জড়িত থাকে। এ বিড়ম্বনা থেকে মুক্তি পেতে চাইলে কিছু কায়দা অবলম্বন করতে হয়।
এ টিউটোরিয়ালের ওই কৌশলটি তুলে ধরা হলো।
প্রথমে স্টার্ট মেনু থেকে রানে যেতে হবে।
এরপর regedit লিখে ok করলে registry editor খুলবে।
রেজিস্ট্রি এডিটর থেকে HKEY_CURRENT_USER থেকে software-এ যেতে হবে। যেখান থেকে Microsoft থেকে windows-এ যেতে হবে। তারপর current version যেতে হবে।
এরপর policies থেকে explorer সিলেক্ট করে edit মেনু থেকে new সিলেক্ট করে DWORD value-এ ক্লিক করতে হবে।
তাহলে ডানে new value #1 আসবে যা পরিবর্তন করে clearrecent on exit লিখতে হবে।
এরপর clearrecent on exit এর ওপর দুইবার ক্লিক করে value date অংশে ১ লিখে রেজিস্ট্রি এডিটর বন্ধ করতে হবে।
এখন থেকে লগ অফ বা কম্পিউটার বন্ধের সময় ডুকমেন্টস ও রান থেকে সব তথ্য মুছে যাবে। পরের ব্যবহারকারী তা দেখতে পাবেন না।
ডুকমেন্ট ও রানের ইতিহাস মুছে ফেলার কৌশল
রিভিউ করছেন Unknown
তে
1:18 AM
রেটিং:
No comments: