Top Ad unit 728 × 90

>
[]

একটি ভৌতিক বাড়ি-১

স্পেনের ভেলেন্সিয়ার একটি অঙ্গ রাষ্ট্র হলো এলচি। এখানে একটি পুরনো স্প্যানিশ গির্জা আছে। গির্জার পাশেই একটি পুরনো ক্রিস্টিয়ানদের কবরস্থান। শহরটিতে বর্তমানেমোট জনসংখ্যা প্রায় ২ লাখ ৩০ হাজারের মতো। শোনা যায় ১৫ শতকে এক মহামারীতে এই শহরের প্রায় সকল মানুষ মারা যায়। বিংশ শতাব্দীতে এসে সবার ধারণা ছিলো হয়তো কোনো মহামারি রোগের কারণে এমনটা ঘটে থাকতে পারে। কিন্তু মানুষের সেই ভুল ভেঙ্গে যায় গত ২০০৮ সালে।


শহরটির পুরনো গির্জা থেকে ঐ বছর একটি ডাইরি পাওয়া যায়। ডাইরিটি ঐ গির্জার প্রাক্তন পাদ্রীর। তিনি নিজের ডাইরিতে স্পষ্ট ভাবে ডাইনিদের কথা বলে গেছেন। শুধু তাই নয়, তিনি সরাসরি উল্লেখ করেছেন যে, সেই সময়ে এক পরিবারের ৪ সদস্যকে কালো বিদ্যার সাধক মনে করে আগুনে পুড়িয়ে মারা হয়। এরপর থেকেই নাকি সন্ধ্যার পর মানুষ বাইরে বের হলে দেখত গ্রামটিকে (তখনকার আমলে তা ছিলো একটি বিরাট গ্রাম) আবর্তন করে একটি আগুনের গোলা ঘুরছে। মানুষ সন্ধ্যার পর মূলত ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিলো। কিন্তু লাভ হলো না। কি এক অজানা রোগ ছড়িয়ে পড়লো পুরো গ্রাম জুড়ে। রোগে আক্রান্তদের প্রথমে শরীরে লাল লাল ছোপ পড়ে যেতো। এরপর সেই ছোপ থেকে বের হতো এক রকমের পোকা। অমানুষিক যন্ত্রণায় চিৎকার করতো আক্রান্ত ব্যক্তিরা। কিন্তু কিছুতেই বাঁচানো যেতো না তাদের। রোগটি ছোঁয়াচে বলে কেউ তাদের আসে পাশেও যেতো না। পাদ্রী নিজের ডাইরিতে স্বীকার করেছেন যে তিনিও ঐ রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হয়, এই রোগে তারও মৃত্যু হয়।

এই পৃথিবীতে অজানা, ব্যাখ্যাতীত অনেক ঘটনাই ঘটেছে এবং ঘটে চলছে। তার কতোটুকুই বা আমরা জানি? আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং আমাদের সহি সালামতে থাকার তৌফিক দান করুন। আমীন।
একটি ভৌতিক বাড়ি-১ রিভিউ করছেন Unknown তে 2:45 PM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.