Top Ad unit 728 × 90

>
[]

যে ৫ টি কাজ কখনও অনলাইনে করবেন না

আমাদের জীবন এখন অনলাইন নির্ভর।
অনেকে মাঝে মাঝে এই অনলাইনে অনেক বেশি সমস্যায় পড়েন।
এজন্য আমরা যদি একটু সচেতন থাকি তাহলে অনেক অনাকাঙ্কখিত ঘটনা থেকে মুক্তি পেতে পারি।


তাহলে দেখে নিন সেই ৫ টি টিপস, যেগুলো আমাদের এড়িয়ে চলা উচিত।

টিপস-

  • Comment এ  কখনও আপনার ইমেইল দিবেন না-
আপনার মেইল ব্লগ বা ফেসবুকে সরাসরি Comment এ  মেইল দিলে। স্প্যাম মেইল পেতে পারেন।
তাছাড়া হ্যাক হতে আপনার একাউন্ট, হারাতে পারেন প্রয়োজনীয় তথ্য।
  • স্প্যামে কখনও রিপ্লায় দিবেন না-
আপনার মেইলে আসা স্প্যাম মেইল যে ধরনেরই হোক না কেন, তার উত্তর কখনও দিবেন না।
সেটা আপনার ক্ষতির কারন হতে পারে।
অনেক সময় আপনাকে লোভ দেখাতে পারে।
মনে রাখবেন- "লোভে পাপ, পাপে মৃত্যু।"

  • অপরিচিত ব্যক্তির কোন লিঙ্কে ক্লিক করবেন না-
আপনার অপরিচিত ব্যক্তি অনলাইনে অনেক থাকতে পারে।
তাদের কোন লিঙ্কে ক্লিক করবেন না। এতে আপনি মূল্যবান তথ্য হারাতে পারেন।
  • কখনও পাসওয়ার্ড শেয়ার করবেন না-
যদিও এটা আমরা করি না।
তারপরও সচেতন থাকবেন, যেন কোন ভাবে এটা শেয়ার না করে ফেলেন।

  • পাবলিক নেটওয়ার্কে কখনও ব্যাংকিং কাজ করবেন না-
অর্থ লেনদেন কেন্দ্রিক কোন কাজ পাবলিক প্লেসে করবেন না।
এটা আপনাকে অনেক বড় ক্ষতি করে দিতে পারে।
যে ৫ টি কাজ কখনও অনলাইনে করবেন না রিভিউ করছেন Unknown তে 3:10 PM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.