Top Ad unit 728 × 90

>
[]

উইন্ডোজ নির্ভর কম্পিউটার ম্যালওয়্যারমুক্ত রাখবেন কীভাবে

এখন আমরা দিন ভার্চুয়াল নির্ভর হয়ে যাচ্ছি।
কম্পিউটার ছাড়া আমরা চলতে পারবো, এটা অনেকে কল্পনা করতে পারে না।
কিন্তু এই জীবনকে নিরাপত্তা দিতে দরকার বাড়তি সতর্কতা।


প্রতিনিয়ত ভাইরাস যেভাবে আমাদের আক্রমণ করছে, তাতে একটু বেশিই নজর দেওয়া দরকার এই দিকটাতে।
ম্যালওয়্যার আক্রমণ এখন আমাদের বেশি ভাবায়।
তাহলে ম্যালওয়্যার থেকে নিজের উইন্ডোজ পিসিকে রক্ষার বেশ  কিছু টিপস দেখে নিন।

টিপস-

  • অ্যান্টি-ভাইরাস-
পিসিকে আপডেট রাখতে ফ্রি অ্যাভাস্ট ব্যবহার করতে পারেন। তবে নিতমিত অনলাইনে অ্যান্টি-ভাইরাসটি আপডেট করতে হবে।
এই সফটওয়্যারটি অ্যান্টি-স্পাইওয়্যার এবং অ্যান্টি-রুটকিট নিরাপত্তা ফিচারটি অধিকাংশ ম্যালওয়্যারকেই ঠেকিয়ে দিতে সক্ষম।
  • আপ টু ডেট রাখুন পিসি-
ম্যালওয়্যার আক্রমণ থেকে পিসিকে রক্ষার জন্য মাইক্রোসফট নিয়মিত তাদের ভার্সন বদলায়।
এজন্য চেষ্টা করুন যতদূর সম্ভব পিসিকে আপডেট রাখতে।

  • মাইক্রোসফট ম্যালওয়্যার ঠেকাতে ‘প্যাচ’-
মাইক্রোসফট ম্যালওয়্যার ঠেকাতে ‘প্যাচ’ আপডেট করে প্রতি সপ্তাহে।
সেহেতু প্যাচ আপডেট করুন নিয়মিত।

অথবা অটো-আপডেট দিতে পারেন এই প্যাচ গুলো।
এভাবে আপনার পিসি নিয়মিত আপডেট রাখুন, আর মুক্ত থাকুন ম্যালওয়্যার থেকে।
  • ম্যালওয়্যারবাইট-
অনেকে ম্যালওয়্যার মুক্ত থাকতে ম্যালওয়্যারবাইট ব্যবহার করতে বলেন।
উইন্ডোজ নির্ভর কম্পিউটার ম্যালওয়্যারমুক্ত রাখবেন কীভাবে রিভিউ করছেন Unknown তে 3:02 PM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.