Top Ad unit 728 × 90

>
[]

লগ বুক তৈরি করুন নোটপ্যাড দিয়ে

নোটপ্যাড সব সময় আমার প্রিয় একটি টুল কারণ নোটপ্যাড দিয়ে অনেক সহজে অনেক কিছু করা যায়। আপনারা হয়তো নোটপ্যাড দিয়ে অনেক ট্রিকস জানেন তারপর যদি একজন কেও নতুন কিছু শিখাতে পারি তাতেই আমি খুশি।

লগ বুক ( log book )

লগ বুক তৈরি করতে আপনাকে যা করতে হবে তাহলো -
নোটপ্যাড খুলে প্রথম লাইনে লিখতে হবে - .LOG তারপর txt ফরমেটে সেভ করুন।

এবার নোটপ্যাডটি ওপেন করুন এবং দেখুন চলতি সময় ও তারিখ এসে গেছে।
log.JPG
এবার থেকে যখন আপনি নোটপ্যাডটি ওপেন করবেন দেখবেন চলতি সময় ও তারিখ এসে গেছে।
এটাতে আপনি আপনার daily notes বা diary হিসাবে ব্যবহার করতে পারেন।এছাড়াও আপনি যখনি F5 চাপ দেবেন চলতি সময় ও তারিখ এসে যাবে।
লগ বুক তৈরি করুন নোটপ্যাড দিয়ে রিভিউ করছেন Unknown তে 3:18 PM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.