ড্রাইভার হাইড করে পার্সোনাল ফাইল লুকিয়ে রাখুন
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ্ তালার রহমতে সবাই ভালো আছেন।
আজ আপনাদের জানাবো কোণ লকার ছাড়া কিভাবে আপনার পার্সোনাল ফাইল গুলো ডিস্কপার্ট (DiskPart) এর সাহায্যে লুকিয়ে রাখা যায়। আগেই বলে রাখি ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আমরা নিজের পিসিতে নিজের ফাইল গুলো সুরক্ষিত রাখতে বা পার্সোনাল ফাইলগুলো গোপন করার জন্য অনেক লকার ব্যবহার করে থাকি।
প্রথমে আপনাকে Start থেকে Run এ যেতে হবে অথবা Windows menu+R এ গিয়ে কমেন্ট বক্সে CMD লিখে Enter চাপুন। নিচের চিত্রের মত একটি ডস উইন্ডো ওপেন হবে।
তারপর দ্বিতীয় ছবির মত একটি উইন্ডো আসবে সেখানে লিখুন Diskpart তারপর Enter চাপুন। এবং Yes দিয়ে ওকে দিন।
এখন আপনার পিসির ড্রাইভ লিস্ট দেখার জন্য list volume লিখে Enter চাপুন।
এবার যে ড্রাইভটি লুকাতে চান সেটি Select করুন। ধরুন আপনি D ড্রাইভটি লুকাতে চান তাহলে দেখতে হবে আপনার D ড্রাইভটা কত নাম্বারে আছে আমার এখানে ৪নাম্বারে আছে তাহলে আমি Select Volume 4 লিখে Enter চাপলাম।
Select করার পর Drive টি লুকানোর জন্য Remove Letter Drive Name যেমন: remove letter D লিখে Enter চাপুন।
এখন দেখুন, আপনার My Computer থেকে D ড্রাইভটি হারিয়ে গেছে আর দেখা যাচ্ছে না। নিচের ছবির মত।
এখন আপনার হিডেন করা ড্রাইভটি ফিরিয়ে বা Unlock করতে যা করতে হবে-
আগের মত Run থেকে Diskpart এ Click করে list Volume লিখে Enter চাপুন তারপর Select Volume 4 লিখে Enter চাপুন (যদি আপনি ৪নাম্বার ড্রাইভ হিডেন করে থাকেন) এখন লিখুন Assign Letter D লিখে Enter চাপুন।
এখন দেখুন আপনার হিডেন করা ড্রাইভটি successfully দেখাচ্ছে। মানে আপনার D ড্রাইভটি ফিরে এসেছে। ধন্যবাদ।
ড্রাইভার হাইড করে পার্সোনাল ফাইল লুকিয়ে রাখুন
রিভিউ করছেন Unknown
তে
8:01 AM
রেটিং:
No comments: