Top Ad unit 728 × 90

>
[]

শাহি টুকরা


নামের মতো এই খাবারটির স্বাদও অতুলনীয়। যদি এখনও এই খাবারটি স্বাদ না নেওয়া হয়ে থাকে তাহলে ভুল করে হলেও এই খাবারটি স্বাদ একবার পরখ করতে পারেন। 

 
প্রয়োজনীয় উপকরণ:
  • পাউরুটি ৫ পিস
  • দুধ আধা লিটার
  • গুঁড়াদুধ ২ টেবিল চামচ
  • কর্ন ফ্লাওয়ার ২ চা চামচ
  • চিনি ১ কাপ
  • এলাচ গুঁড়া আধা চা চামচ
  • দারুচিনি ৪ টুকরো
  • গোলাপজল ১ চাচ চামচ
  • পানি ১ কাপ
  • ঘি ১ কাজ
  • পেস্তা বাদাম, কাঠাবাদ ও চেরি ১ মুঠো
 
প্রস্তুত প্রণালী:
  • এক কাপ পানিতে চিনি ও দারুচিনি জ্বাল দিয়ে সিরা তৈরি করুন।
  • এবার প্যানে দুধ ও দারুচিনি জ্বাল দিন।
  • দুধ ঘন হয়ে অর্ধেক হলে তাতে চিনি, এলাচ গুঁড়া, কর্ন ফ্লাওয়ার ও গুঁড়াদুধ পানি দিয়ে গুলে দিন এবং ফুটান।
  • এরপর গোলাপজল দিয়ে নামিয়ে ফেলুন।
  • পাউরুটি কোনাকুনিভাবে চার টুকরো করে কেটে নিন।
  • কড়াইয়ে ঘি গরম করে পাউরুটি বাদামি করে ভাজুন।
  • এবার প্লেটে ভাজা রুটিগুলো ছড়িয়ে এর ওপর প্রথমে চিনির সিরা ছড়িয়ে দিয়ে তার ওপর দুধের মিশ্রণ দিন।
  • সব শেষে ওপরে পেস্তা বাদাম, কাঠবাদাম ও চেরি কুচি ছড়িয়ে দিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন।
শাহি টুকরা রিভিউ করছেন Unknown তে 2:00 PM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.