*****উইন্ডোজ ৮ বা ৮.১ এ ডট নেট ৩.৫ এনাবেল নিয়ে দুশ্চিন্তায় আছেন???তাহলে এই টিউনটি আপনার জন্য।*****
আসসালামুআলাইকুম। বন্ধুরা কেমন আছেন??? নিশ্চয় ভালো??? ভালো না থেকে আর
কতক্ষণ।আমিও মহান আল্লাহর রহমতে ভালোই আছি। আজকের বিষয় হল উইন্ডোজের(৮ বা ৮.১) ডট নেট ৩.৫
এনাবেল করার উপর। যাহোক আর কথা না বাড়িয়ে এবার চলে যাই মেইন কথায়।
আমরা প্রায়ই সফটওয়্যার চালাতে গিয়ে সমস্যায় পড়ি শুধুমাত্র ডট নেট ৩.৫ এনাবেল না করার কারনে। এটা একটা কমন প্রবলেম।কোন ব্যাপার না। আমি এখন আপনাদের শিখিয়ে দিচ্ছি কি ভাবে এটা করতে হয়।
ঐ D এর জায়গায় আপনার ডিস্ক বা ফ্ল্যাশ ড্রাইভটা যে ড্রাইভে রয়েছে (যেমন C,D,E etc) সেটা লিখুন (আমার D. তাই আমি এটা লিখেছি।) ।
আমরা প্রায়ই সফটওয়্যার চালাতে গিয়ে সমস্যায় পড়ি শুধুমাত্র ডট নেট ৩.৫ এনাবেল না করার কারনে। এটা একটা কমন প্রবলেম।কোন ব্যাপার না। আমি এখন আপনাদের শিখিয়ে দিচ্ছি কি ভাবে এটা করতে হয়।
করনীয় কাজগুলো :
- প্রথমে যে ডিস্ক বা ইউ এস বি ফ্ল্যাশ ড্রাইভ থেকে উইন্ডোজ দিয়েছেন সেটা কম্পিউটার এ প্রবেশ করান।
- এরপর আপনার কম্পিউটারের সার্চ বক্সে টাইপ করুন "cmd"
- তারপর সেটা "Run As Administrator" এ ওপেন করুন।
- এবার যে কালো রঙের টেক্সটবক্স(Command Prompt) আসবে সেখানে নিম্নোক্ত কোড টাইপ করুন।
ঐ D এর জায়গায় আপনার ডিস্ক বা ফ্ল্যাশ ড্রাইভটা যে ড্রাইভে রয়েছে (যেমন C,D,E etc) সেটা লিখুন (আমার D. তাই আমি এটা লিখেছি।) ।
- এবার enter চাপুন। কিছুক্ষণ অপেক্ষা করুন, এবং successful দেখালে কেটে দিন। ব্যাস হয়ে গেল ডট নেট ৩.৫ এনাবেল।
*****উইন্ডোজ ৮ বা ৮.১ এ ডট নেট ৩.৫ এনাবেল নিয়ে দুশ্চিন্তায় আছেন???তাহলে এই টিউনটি আপনার জন্য।*****
রিভিউ করছেন Unknown
তে
3:50 PM
রেটিং:
No comments: