আপনি কি প্রেমে ব্যর্থ?
আমরা অনেকেই জানি, আপনি যাকে ভালোবাসেন তা আপনার জন্য ভালোবাসা নয়। বরং যে
আপনাকে ভালোবাসে সেটাই আপনার জন্য ভালোবাসা। যে যদি আপনাকে ভালোবাসতো
তাহলে আপনাকে এভাবে মাঝেপথে এভাবে একা ফেলে যেতে পারতো না। অতএব তার
ভালোবাসা সম্পূর্ণই মিথ্যা। তাহলে আপনি কেনো মিথ্যা ভালোবাসার জন্য আপনার
নিজের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন? মিথ্যা মোহের পিছনে অনেকদিন সময় নষ্ট
করেছেন। আর সময় নষ্ট না করে ভবিষ্যতের দিকে এগিয়ে যান। হয়তোবা তার চাইতেও
ভালো কেউ তার ভালোবাসার ঝাঁপি খুলে আপনার অপেক্ষায় বসে আছে। পৃথিবীতে সব
কিছু খারাপ দিক ইঙ্গিত করে না। কিছু কিছু ঘটনা ভালো দিকেরও ইঙ্গিত করে।
খারাপটাকে পাশ কাটিয়ে ভালো কিছুর আশায় আমরা সামনে এগিয়ে যেতেই পারি।
আপনি যদি নিজেকে নি:শেষ করে দেন। তাহলে ভবিষ্যতে যখন আপনার প্রকৃত
ভালোবাসা আপনার দরজায় এসে কড়া নাড়বে তখন আর তাকে ভালোবাসার মতো কোনো কিছুই
আপনার কাছে অবশিষ্ট থাকবে না। তখন আফসোস করা ছাড়া আপনার আর কিছুই করার
থাকবে না। অতীতকে যারা আকড়ে ধরে বাঁচতে চায় তারা বোকা ছাড়া আর কিছু নয়। তাই
অতীতকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।
মনে রাখতে হবে আপনি শুধু ব্যক্তিকেন্দ্রিক নন। আপনাকে যে মা জন্ম দিয়েছেন
সেই মায়ের প্রতি আপনার কর্তব্য রয়েছে। যে বাবা সকাল থেকে রাত অবধি খেঁটে
টাকা উপার্জন করে আপনাকে লালন পালন করেছেন সেই বাবারও আপনার কাছে কিছু
চাওয়া পাওয়া রয়েছে। কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে বাসায় ফেরার পর যে ছোট্ট
দুষ্টু মিষ্টি আদরের ছোট বোনটি দরজার সামনে চকলেটের আশায় দাঁড়িয়ে থাকে তার
জন্য চকলেট নিয়ে যাবে কে?
পরিশেষে আপনার সুন্দর উজ্জ্বল ভবিষ্যতের কামনা করছি। আশা করি আপনি অবশ্যই
ঘুরে দাঁড়াবেন এবং আপনার উজ্জ্বল ভবিষ্যতের গল্প কোনো একদিন আমাদের
শোনাবেন।
আপনি কি প্রেমে ব্যর্থ?
রিভিউ করছেন Abdullah Al Mamun
তে
8:03 AM
রেটিং:
Post Comment
No comments: