Top Ad unit 728 × 90

>
[]

লিঙ্ক টু এসডি

মারাত্মক কাজের অ্যাপস এটি। রুট ইউজাররা বিশাল সুবিধা পাবে এর মাধ্যমে।  অনেকেরই ফোন মেমরি খুব কম থাকে। ৪০০/৫০০ এমবি। কিন্তু কিছু কিছু অ্যাপস আছে যা ফোনের ইন্টারনাল মেমরিতেই রাখতে হয় নাহলে কাজ করেনা। বা ডিফল্ট অ্যাপস গুলোও ফোন মেমরিতে থাকে। কাজে না লাগলেও ফোন মেমরি দখল করে বসে থাকে।
এই সমস্যা সমাধান পেতে যারা চান তাদের জন্য খুবই দরকারি অ্যাপস এটি। এই অ্যাপসটি মূলত আপনার SD মেমরি কার্ডের সাথে আপনার ফোনের ইন্টারনাল মেমরির লিঙ্ক তৈরি করে। এতে SD কার্ডের একটি অংশকে ফোন মেমরির মত করে ব্যবহার করা যায়। এটা একটিভ করার পর আপনার ইন্টারনাল মেমোরির অদরকারি অ্যাপস গুলো বা সকল অ্যাপস গুলো SD কার্ডের লিঙ্ক করা অংশে রাখতে পারবেন। এটা ব্যবহার করার জন্য অনেক ঝামেলা করতে হয়। ফোন রুট করতে হয় তারপর SD কার্ডকে পার্টিশন সফটওয়্যার দিয়ে একটি পার্টিশন করতে হয়। এরপর সেই পার্টিশন অংশকে অ্যাপস এর মাধ্যমে কনফিগার করতে হয়।
লিঙ্ক টু এসডি রিভিউ করছেন Unknown তে 7:40 PM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.