Top Ad unit 728 × 90

>
[]

ফেসবুকের কিছু শর্টকাট কী

ফেসবুকে প্রতিদিন আমরা কম-বেশি সবাই বসে থাকি। আর নিত্যদিনই আমরা নতুন নতুন সব তথ্য জেনে নিচ্ছি। তবে ফেসবুককে আরও উপযোগী করে ব্যবহার করতে চাইলে অবশ্যই আপনাকে কিছু শর্টকাট পদ্ধতি জানা উচিত। ওই শর্টকাট পদ্ধতিগুলো আপনাকে ফেসবুক ব্যবহারে আরও আনন্দ দেবে। একবার চেষ্টা করলেই শর্টকাটগুলো আপনার আয়ত্তে চলে আসবে। পাঠকদের জন্য কয়েকটি সহজ শর্টকাট-

Alt+1 : হোম পেজ
Alt+2 : আপনার প্রোফাইল (ওয়াল)
Alt+3 : কে আপনাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালো (রিকুয়েস্ট না থাকলে কাজ করবে না)
Alt+4 : কে আপনাকে মেসেজ পাঠাল (মেসেজ না থাকলে কাজ করবে না)
Alt+5 : কী কী নোটিফিকেশন এলো (নোটিফিকেশন না থাকলে কাজ করবে না)
Alt+6 : অ্যাকাউন্ট সেটিংস
Alt+7 : অ্যাকাউন্ট প্রাইভেসি
Alt+8: ফেসবুকের ফ্যান পেজ
Alt+9 : ফেসবুকের রাইট এন্ড রেস্পন্সিবিলিটি
Alt+0 : ফেসবুক হেল্প সেন্টার
Alt+m : নতুন মেসেজ লিখতে
Alt+? : সার্চ বক্সে কারসর আনবে

এই শর্টকাটগুলো ব্যবহার করে মাউস ছাড়াই ফেসবুক ব্যবহার করা যাবে।
ফেসবুকের কিছু শর্টকাট কী রিভিউ করছেন Unknown তে 6:08 PM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.