Top Ad unit 728 × 90

>
[]

ডিলিট না হতে চাওয়া ফাইল বা রিমুভ না হতে চাওয়া পেনড্রাইভ কে ডিলিট বা রিমুভ করুন অতি সহজে

আমরা প্রাই বা মাঝেমধ্যে কোন ফাইল ডিলিট করতে যেয়ে বেশ ঝামেলাই পড়ি । নানা রকম মেসেজ শো করে এবং ফাইল ডিলিট হতে চাই না । এই রকম কিছু মেসেজ আমরা ফাইল ডিলিট করতে যেয়ে প্রাই তা হল
*Cannot delete file: Access is denied
*There has been a sharing violation.
*The source or destination file may be in use.
*The file is in use by another program or user.
*Make sure the disk is not full or write-protected and that the file is not currently in use

কিন্তু ফাইলটি ডিলিট করাটা যদি প্রয়োজনীয় হএ থাকে , তখন না হলে নিশ্চয় মেজাজ খারাপ হয়ে যাই । তো এই সমস্যার সমাধান হইল একটি সফটওয়্যার । সফটওয়্যার টির নাম হল আনলকার ।
সফটওয়্যার টি এখান থেকে ডাউনলোড করুন এবং ইন্সটল করুন
এখন যে ফোল্ডার টি ডিলিট করবেন বা পেনড্রাইভ টি রিমুভ তার রাইট সাইডে ক্লিক করে আনলকার সিলেক্ট করুন ।
তারপর ফাইল টির বা সকল প্রসেস গুলো দেখাবে , এবার আনলক অল এ ক্লিক করুন । কাজ শেষ ।
এবার ফাইল টি ডিলিট করুন ।
ডিলিট না হতে চাওয়া ফাইল বা রিমুভ না হতে চাওয়া পেনড্রাইভ কে ডিলিট বা রিমুভ করুন অতি সহজে রিভিউ করছেন Unknown তে 3:42 PM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.