Top Ad unit 728 × 90

>
[]

আবুলের ইন্টারভিউ!


যথা সময় ইন্টারভিউ কক্ষে বল্টুর ডাক পরলো...
বসঃ বলুন তো বাংলাদেশ স্বাধীন হইছে কবে?
বল্টুঃ স্যার সেই ১৯৫২ সাল থেকে এর প্রক্রিয়া শুরু আর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এর সমাপ্তি ঘটে।
বসঃ ৭১ সালের কয়েক জন শহীদের নাম বলুন?
বল্টুঃ লক্ষ লক্ষ লোকের মধ্যে ৫/৬ জনার নাম বলে বাকি সবাইকে ছোট করতে চাই না স্যার।
বসঃ গুড, আচ্ছা বলুন তো মহাশূন্যে যে প্রানের সন্ধান পাওয়া গেছে তার শেষ অবস্থা কি?
 বল্টুঃ এ সম্পর্কে এখনো গবেষনা চলছে রেজাল্ট বের হলে আপনি আমি সবাই জানবো স্যার।
বসঃ ঠিক আছে আপনি যান।
এতক্ষন দরোজায় কান পেতে আরেক ইন্টারভিউ প্রার্থী আবুল ভিতরের কথপোকথন শুনছিল, কিন্তু সে শুধু বল্টুর কথাই শুনতে পেলো, আর বসের প্রশ্ন সে শুনতে পাই নাই। তাকে যখন ডেকে নিয়ে বস প্রশ্ন করলো...
বসঃ আপনার জন্ম কবে?
আবুলঃ সেই ১৯৫২ সাল থেকে এর প্রকিয়া শুরু আর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে এর সমাপ্তি ঘটে।
বস ভাবলো আবুল মনে হয় প্রশ্ন শুনতে ভুল করেছে তাই আরেকটা প্রশ্ন করলো...
বসঃ আচ্ছা আপনার বাবার নাম কি?
আবুলঃ লক্ষ লক্ষ লোকের মধ্যে ৫/৬ জনার নাম বলে বাকি সবাইকে ছোট করতে চাই না স্যার।
বসঃ আপনি পাগল নাকি?
আবুলঃ এ সম্পর্কে এখনো গবেষনা চলছে, রেজাল্ট বের হয় নি!
আবুলের ইন্টারভিউ! রিভিউ করছেন Unknown তে 11:37 AM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.