মোবাইল ইমার্জেন্সি কোড গুলোর ব্যবহার
রিসেন্টলি কিছু কাজে জড়িয়ে যাওয়ার কারনে পেইজে নিয়মিত পোস্ট দিতে পারছি না।চলুন কাজের কথায় আসি-
এমন যদি হয় যে আমরা নেটওয়ার্ক কভারেজের বাহিরে আছি এবং কোন নেট খুজে পাচ্ছিনা সেক্ষেত্রে 112,911,08,999,110 ইত্যাদি ইমারজেন্সী নাম্ভারগুলো সব ফোন এর ক্ষেত্রেই ব্যবহারযোগ্য, প্রাপ্ত তথ্য অনুযায়ী এগুলো যে কাজ করে তা হলো, এগুলো প্রেস করার সাথে সাথে ইহা আপনার জন্য নিকটবর্তী প্রতিষ্ঠিত নেটওয়ার্ক খুজে বের করবে এবং ঐ অপারেটর এর ইমারজেন্সি নাম্ভার টির সাথে আপনাকে কানেক্টেড করবে। এখন তো সবাই নেট কভারেজের মধ্যেই আছি তাইনা? এখুনি একবার ডায়াল করে দেখুন দেখবেন ডায়াল করলেই নাম্ভারটি দেখাবে না দেখাবে Emergency !তবে বন্ধুদের সাথে মজা করার জন্য ও টিপস্ টা ব্যবহার করা যেতে পারে।যেমন আপনি আপনার ফোন লক থাকা অবস্থায় ও নাম্বার গুলোর যেকোন একটি ডায়াল করে বন্ধুকে বলতে পারেন আমি লক থাকা অবস্থায় ও নাম্বার ডায়াল করতে পারি।কোন প্রকার ভুল হলে ক্ষমা করবেন।তবে একটা অনুরোধ আমার পোষ্ট ভাল না লাগলে আমার পেজ আনলাইক দিতে পারেন।কিন্তু কোন বাজে কথা পোস্ট করবেন না।ধন্যবাদ,ভাল থাকবেন।
এমন যদি হয় যে আমরা নেটওয়ার্ক কভারেজের বাহিরে আছি এবং কোন নেট খুজে পাচ্ছিনা সেক্ষেত্রে 112,911,08,999,110 ইত্যাদি ইমারজেন্সী নাম্ভারগুলো সব ফোন এর ক্ষেত্রেই ব্যবহারযোগ্য, প্রাপ্ত তথ্য অনুযায়ী এগুলো যে কাজ করে তা হলো, এগুলো প্রেস করার সাথে সাথে ইহা আপনার জন্য নিকটবর্তী প্রতিষ্ঠিত নেটওয়ার্ক খুজে বের করবে এবং ঐ অপারেটর এর ইমারজেন্সি নাম্ভার টির সাথে আপনাকে কানেক্টেড করবে। এখন তো সবাই নেট কভারেজের মধ্যেই আছি তাইনা? এখুনি একবার ডায়াল করে দেখুন দেখবেন ডায়াল করলেই নাম্ভারটি দেখাবে না দেখাবে Emergency !তবে বন্ধুদের সাথে মজা করার জন্য ও টিপস্ টা ব্যবহার করা যেতে পারে।যেমন আপনি আপনার ফোন লক থাকা অবস্থায় ও নাম্বার গুলোর যেকোন একটি ডায়াল করে বন্ধুকে বলতে পারেন আমি লক থাকা অবস্থায় ও নাম্বার ডায়াল করতে পারি।কোন প্রকার ভুল হলে ক্ষমা করবেন।তবে একটা অনুরোধ আমার পোষ্ট ভাল না লাগলে আমার পেজ আনলাইক দিতে পারেন।কিন্তু কোন বাজে কথা পোস্ট করবেন না।ধন্যবাদ,ভাল থাকবেন।
মোবাইল ইমার্জেন্সি কোড গুলোর ব্যবহার
রিভিউ করছেন Unknown
তে
2:38 AM
রেটিং:
No comments: