Top Ad unit 728 × 90

>
[]

ডেটিংয়ে সাবধানতা


সবে মাত্র প্রেমে পড়ে ডেটিং শুরু করেছেন। খুব উত্তেজিত ডেটিং নিয়ে। কত কিছুই না ভাবছেন। আর উত্তেজনাবসত অনেকেই আবেগ সামলাতে না পেরে নানান ভুল কাজ বা ভুল আচরণ করে ফেলেন। এটা্ প্রেমে যেমন ইতি ঘটাতে পারে, তেমনি অনাকাঙ্খিত সমস্যায়ও ফেলতে পারে প্রেমিক জুটিকে।

এসব ভুল আচরণ ও কাজের ফলে সম্পর্কে যেমন সৃষ্টি হয় টানাপোড়েন তেমনি মিষ্টি সম্পর্কটা নিমিষেই তেতো হয়ে যেতে পারে। ডেটিং করার পূর্বে নিজের নিরাপত্তা নিশ্চিত করাটা খুবই জরুরি। কারণ প্রেমের সম্পর্কের শুরুতেই কাউকে অন্ধ বিশ্বাস করা উচিত নয়। যেই মানুষটির সাথে আপনার সম্পর্কটাই খুব বেশিদিনের নয় তাকে না জেনে পুরোপুরি বিশ্বাস করাটা বোকামি ছাড়া আর কিছুই না। বিশেষ করে নারীরা নিজের নিরাপত্তা নিশ্চিত না করে ডেটিং এ যাবেন না কখনোই। এক্ষেত্রে সাবধানী ডেটিংয়ের কিছু ফর্মূলা অনুসরণ করতে পারেন।
ডেটিংয়ের স্থান নির্বাচন:
ধরুন আপনি চাইছেন কোনও কফি শপে আড্ডা দিতে, আর আপনার প্রেমিক চাইছে নিজের বা বন্ধুর বাড়িতে অথবা একেবারে নির্জন কোথাও যেতে। এমন পরিস্থিতি সৃষ্টি হলে অবশ্যই স্থান পরিবর্তন করে ফেলুন। কারণ এই ধরনের সম্পর্ক আপনার জন্য বিপজ্জনক হতে পারে। তাই ডেটিংয়ের জন্য সবসময় একটু জনসমাগম আছে এমন স্থান ঠিক করুন।
আবেগের ভেসে যাবেন না:
ডেটিং মানে আপনি নিজের সঙ্গীকে সবে চিনতে শুরু করেছেন। তবে যেহেতু সম্পর্কটি প্রেমের তাই দুজনের মনেই আছে পরিপূর্ণ আবেগ। কিন্তু আবেগের বশে বয়ে গিয়ে এমন কোন কাজ করবেন না যাতে আপনার এবং আপনার বন্ধুটির ভবিষ্যৎ জীবনে সমস্যার সৃষ্টি করে।
পরিবারকে জানান:
ডেটিং করছেন বেশ কথা, কিন্তু তা পরিবারের থেকে একদম লুকিয়ে যাবেন না। সম্পর্কের শুরুর দিকে কিছু না জানালেও ধীরে ধীরে বাড়িতে নিজেদের সম্পর্কের কথা খুলে বলুন। হয়তো বাড়ির মানুষরা সমস্যা করতে পারেন, তাহলে তাদের বোঝান আপনি ভুল কিছু করছেন না। কিন্তু কখনোই পরিবারের মানুষদের থেকে লুকিয়ে যাবেন না। আপনি কোন সমস্যায় থাকলে পরিবারই আপনাকে রক্ষা করতে পারবে।
ডেটিংয়ে সাবধানতা রিভিউ করছেন Unknown তে 5:15 PM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.