বিনা মূল্যের কিছু, অ্যান্টিভাইরাস সফটওয়্যার
বাংলাদেশের
বাস্তবতায় উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমের ব্যবহার এখনো বেশ চলছে।
মাইক্রোসফট কারিগরি সহযোগিতা বন্ধ করে দেওয়ার পর এক্সপি ব্যবহারকারীরা
তাঁদের কম্পিউটারের নিরাপত্তা নিয়ে কিছুটা অস্বস্তিতে আছেন৷ আশার কথা, বিনা
মূল্যে ব্যবহার করা যায় এমন কিছু অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে, যেগুলোর
ব্যবহার এখনো অনেক কার্যকর। এক্সপির পাশাপাশি উইন্ডোজের অন্যান্য
অপারেটিং সিস্টেমেও এসব ব্যবহার করা যায়
অ্যাভাস্ট:
কম্পিউটারের ক্ষমতা (সিস্টেম রিসোর্স) কম ব্যবহার করায় এবং নিজের ই-মেইল
দিয়ে নিবন্ধন করে নিলে এক বছরের জন্য বিনা গ্রাহক হওয়ার সুবিধা থাকায়
অ্যাভাস্টের জনপ্রিয়তা তুঙ্গে। অ্যান্টিভাইরাস পরীক্ষায় এর ফলাফলও অনেক
ভালো। http://goo.gl/ubHLTR
ঠিকানায় গিয়ে অ্যাভাস্ট ফ্রি অ্যান্টিভাইরাস নামাতে হবে৷ তারপর ইন্টারনেটে
যুক্ত থাকা অবস্থায় প্রোগ্রামটি হালনাগাদ করতে হবে। ইন্টারনেট সংযোগ না
থাকলে অফলাইনেও হালনাগাদ করা যাবে। এ জন্য অ্যাভাস্ট ২০১৪ভাইরাস ডেফিনিশন ফাইলটি লাগবে৷ নামানোর ঠিকানা: http://goo.gl/7P5giK ।
এভিজি: এভিজির
বিনা মূল্যের সংস্করণটি ব্যবহার করে যেসব মৌলিক সুবিধা পাওয়া যায় সেগুলো
দিয়ে বাড়ি কিংবা ছোটখাটো অফিসের কম্পিউটারে নিরাপত্তার কাজটা ভালোই
চলে৷ http://goo.gl/OzgZx3
ঠিকানায় গিয়ে ফ্রি ডাউনলোড বোতামে ক্লিক করে এভিজি ২০১৪ নামানো যাবে।
ইনস্টলের পর ইন্টারনেটে হালনাগাদ করতে হবে। অফলাইনে অ্যান্টিভাইরাসটি
হালনাগাদ করতে চাইলে http://goo.gl/Nde6Bf ঠিকানা গিয়ে Iavi নামের ভাইরাস ডেফিনিশনের বাইনারি ফাইল নামাতে হবে।
কমোডো: যেসব কম্পিউটারে সিস্টেম মেমোরি একেবারেই কম, তাদের জন্য এটি ভালো সমাধান। নামাতে হবে http://goo.gl/0w2cyV
ঠিকানা থেকে। এর আকার ২২০ মেগাবাইট। ইনস্টলেশনের সময় বেশ কিছু অপশন পাওয়া
যাবে। সম্পূর্ণ সুরক্ষা পেতে নিজস্ব ফায়ারওয়ালসহ অপশনগুলো পড়ে চালু করতে
পারেন৷
বিনা মূল্যের কিছু, অ্যান্টিভাইরাস সফটওয়্যার
রিভিউ করছেন Unknown
তে
10:38 AM
রেটিং:
No comments: