Top Ad unit 728 × 90

>
[]

ডাউনলোড করুন মাত্র ১৪MB এর অসাধারন একটি সফটওয়্যার “Typing Easy & Quick”, স্পীড বাড়ান টাইপিং এর, আর টাইপিং শিখুন গেম খেলে।



টাইপিং একটি নিত্য প্রয়োজনীয় বিষয়। আমরা কম বেশি সবাই টাইপিং করি এবং পারি। আর আমরা যারা প্রফেশনাল টাইপার না তাদের টাইপিং স্পীড নিয়ে মাঝে মাঝে বিপদে পরতে হয়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এমন একটি সফটওয়্যার যেটি দ্বারা আপনি সহজেই আপনার টাইপিং স্পীড বাড়াতে তাও আবার মজার মজার সব গেম খেলে খেলে।এছাড়া আছে বিভিন্য মজার সব টিউটোরিয়াল এবং টাইপিং এক্সাম। তাই আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই বিস্তারিত বর্ননায়।


১. প্রথমে আপনার নাম এবং আপনার টাইপিং স্কিল সিলেক্ট করুন।

২. আপনার একটি প্রোফাইল ক্রিয়েট হবে। OK করুন।

৩. WPM সেট করে OK করুন।

৪. সফটওয়্যার এর মেইন মেনু এটি।


৫. "How to type" অপশন এ পাবেন টাইপিং এর বিভিন্ন নিয়ম এবং গতি বাড়ানোর হরেক রকম টিপস।


৬. "Take a lesson" অপশন এর মাধ্যমে টাইপিং এর বিভিন্ন লেসন শিখতে পারবেন।

৭. আপনার লেসন টাইপ ঠিক করে নিন।

৮. লেসন প্র্যাক্টিস করুন।


৯. জানতে পারবেন লেসন রেজাল্ট।



১০. পরীক্ষা পর্যন্ত দিতে পারবেন!!


১১. জানতে পারবেন পরীক্ষার রেজাল্ট।

১২. এগুলো যদি আপনার কাছে বোরিং লাগে তবে খেলতে খেলতে শিখতে পারেন টাইপিং এবং বাড়াতে পারেন তার স্পীড।

১৩. মোট ৪টি মজার গেম ইনক্লুড আছে সফটওয়্যারটিতে।

১৪. প্রথম গেমটির নাম Cliffhanger। এখানে আপনাকে খেলতে হবে একজন পর্বতারহীর ভুমিকায়। আপনার সাধ্যানুযায়ী কনফিগার করে গেম স্টার্ট করুন।

১৫. এখানে কম্পু মামার বিপক্ষে আপনাকে খেলতে হবে। ওয়ার্ড গুলো সঠিক ভাবে টাইপ করতে পারলে গেমার উঠতে থাকবে পাহাড় বেয়ে বেয়ে।


১৬. সেকেন্ড গেমটিও অনেক মজার। এখানে খেলতে হবে বড়শিওলার ভুমিকায়। খেলার বেসিক সিস্টেম সব একই।

১৭. থার্ড গেমটি থ্রিলার টাইপ,নাম Sea Adventure।

১৮. কনফিগার করুন আগের মতই। কোন সামুদ্রিক প্রানীর বিপক্ষে খেলবেন তা সিলেক্ট করুন। আমি এখানে যেমন Lobstar সিলেক্ট করেছি।

১৯. সামুদ্রিক প্রানীটি আপনাকে খাওয়ার জন্য এগুবে এবং আপনাকে দ্রুত টাইপ করে এগিয়ে যেতে হবে।

২০. ফোর্থ গেমটিও মজার, নাম Wild West।

২১. সব আগের সিস্টেম।

২২.খেলতে হবে পাখি শিকাড়ির ভুমিকায়। পাখির গায়ের সঠিক ওয়ার্ডটি টাইপ করলে পাখিটি শিকাড় হয়ে যাবে।


২৩. এছাড়া ইন্টারনেট থেকে নামাতে পারবেন বিভিন্ন টেস্ট এবং লেসন।
তো আর দেরি না করে ঝটপট ডাউনলোড করে ফেলুন মাত্র ১৪MB এর অসাধারন এই সফটওয়্যারটি।
ডাউনলোড করুন মাত্র ১৪MB এর অসাধারন একটি সফটওয়্যার “Typing Easy & Quick”, স্পীড বাড়ান টাইপিং এর, আর টাইপিং শিখুন গেম খেলে। রিভিউ করছেন Unknown তে 1:31 PM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.