Top Ad unit 728 × 90

>
[]

SWAT 4 খেলার মত একটা গেম

দরজার ওপাশে সাধারণ মানুষদের বন্দি করে রেখেছে সন্ত্রাসীরা। আর এপাশে তোমার পুরো পুলিশ টিম অপেক্ষা করছে তোমার আদেশের জন্য। তুমি দরজা খুলে ভেতরে ঢুকে সন্ত্রাসীদের কুপোকাত করে ফেললে তোমার স্ক্রিল দিয়ে। আর তোমার পুলিশ টিম এর সাহায্য নিয়ে পুরো ঘটনাটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসলে . . .
হ্যাঁ তোমাকে একজন পুলিশ অফিসারের ভূমিকায় খেলতে হবে SWAT 4 গেমটিতে। আর তোমাকে সঙ্গ দেবে তোমার পুলিশ টিম। গেমটিতে পুলিশ বিভাগের স্পেশাল ফোর্স SWAT (Special Weapons And Tactics) এর বিভিন্ন কৌশল দিয়ে সাজানো হয়েছে। যেখানে গেমটিতে SWAT টিমের সাথে কাজ করার মজা এবং অভিঙ্গতা, দুটোই পাওয়া যাবে।
SWAT 4 একটি ফার্ষ্ট পারসন শুটার ভিডিও গেম যেটি নির্মাণ করেছে ইরেশনাল গেমস এবং প্রকাশ করেছে ভিভেনডি ইউনিভার্সাল গেমস। গেমটি আনরিয়েল ইঞ্জিণ ২.০ টেকনোলজির Vengeance Engine এর সাহায্যে তৈরি করা হয়েছে। গেমটি ২০০৫ সালের এপ্রিলে এবং গেমটির একটি এক্সপেনশন প্যাক ২০০৬ সালের ফেব্রুয়ারীতে মুক্তি দেওয়া হয়।


নির্মাতাঃ
ইরেশনাল গেমস

প্রকাশ করেছেঃ
ভিভেনডি ইউনিভার্সাল গেমস
সিয়েরা এন্টারটেইমেন্ট
সিরিজঃ
SWAT
ইঞ্জিণঃ
Vengeance Engine
খেলা যাবেঃ
শুধুমাত্র মাইক্রোসফট উইন্ডোজ এবং ম্যাক ওএস বিশিষ্ট কম্পিউটারে
মুক্তি পেয়েছেঃ
এপ্রিল, ২০০৫ সালে
ধরণঃ
ফার্ষ্ট পারসন শুটার,
ট্যাকটিক্যাল শুটার
খেলার ধরণঃ
সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার
সিস্টেম রিকোয়ারমেন্টসঃ
পেন্টিয়াম ৪ প্রসেসর,
১ গিগাবাইট র‌্যাম,
১২৮ মেগাবাইট ভিজিএ
উইন্ডোজ এক্সপি (সার্ভিস প্যাক ২)
৩ গিগাবাইট হার্ডডিক্স স্পেস,
ডাইরেক্ট এক্স ৯
SWAT ভিডিও গেমসের আগের সংস্করণের মতোই SWAT 4 গেমটির পটভূমি সেট করা হয়েছে নিউ ইর্য়ক সিটির লস এঞ্জেলস, ক্যালিফোর্নিয়াতে ২০০৮ এবং ২০০৯ টাইম সেটিং দিয়ে। গেমটির সিঙ্গেল প্লেয়ার ক্যাম্পেইনে তোমাকে ৫ জন সদস্য বিশিষ্ট একটি SWAT টিমকে নিয়ে বিভিন্ন মিশনে যেতে হবে। টিমটির লিডার হচ্ছো তুমি।
পশ্চিম বিশ্বের পুলিশদের গ্রেফতার এবং অনান্য সকল কার্যালাপের আসল মজা দেবার জন্য গেমটিতে অনেক গেম-প্লে সাজানো হয়েছে নন-লিথাল ফোর্সের বৈশিষ্টে। যেখানে সাবজেক্টকে সরাসরি হত্যা কিংবা আহত না করে টেকনিক ব্যবহার করে গ্রেফতার করা যায়। তবে সাবজেক্ট যদি পুলিশ অফিসার কিংবা সিভিলিয়ানদের আহত করে তখনই তোমার অস্ত্রের ব্যবহার করা যাবে।
প্রতিটি মিশনে রয়েছে পয়েন্ট ভিক্তিক র‌্যাঙ্ক। প্রতি মিশনে ১০০ পয়েন্ট থাকে এবং সবচেয়ে কঠিন ডিফিকাল্টিতে তোমাকে ৯৫ পয়েন্ট পেতে হবে পাস করার জন্য। এখানে একজন সাবজেক্টকে হত্যা, দুইজন টিম মেমবারকে হারানো সহ নিজস্ব প্ল্যানের জন্য টিম মেমবার খুন ইত্যাদির জন্য মিশন ফেইল হতে পারে!
গেমটিতে তুমি পাঁচ জন সদস্য বিশিষ্ট SWAT টিমকে লিড দিয়ে বিভিন্ন মিশনে যাবে। এখানে বাকি চারজনকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যথা Red এবং Blue । গেমটিতে টিম মেমবারদের উপর সরাসরি কন্ট্রোল পাওয়া যাবে না তবে গেমটির অর্ডার সিলেক্টশন মেনু থেকে মেমবারদের বিভিন্ন অর্ডার দেওয়া যাবে।
এছাড়াও প্রতিটি সদস্যদের হেলমেটে একটি ভিডিও ক্যামেরা লাগানো রয়েছে, যেটির সাহায্যে তুমি উক্ত মেমবারের ভিডিও দেখে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক অর্ডার দিতে পারো।
গেমটির সকল মিশন শুরু আগে প্রি-মিশন ব্রিফিং হয় যেখানে মিশনের অবস্থা এবং যাবতীয় তথ্যসমূহ তোমাকে জানানো হয়। কয়েকটি মিশনে ৯১১ নাম্বারে ফোন করে তথ্য নিতে হয়, কয়েকটি মিশনে স্নাইপার সার্পোট এর সাহায্য নেওয়া লাগে, কোনো মিশন আন্ডারকভার অফিসারের ভাগ্য নিয়ে খেলতে হয় এবং কোনো কোনো মিশন বোম ডিফিউজ করা লাগে। ব্রিফিং এর পর তুমি তোমার জন্য এবং তোমার দলের সদস্যদের জন্য অস্ত্র এবং যাবতীয় যন্ত্রপাতি বেছে নিতে পারো।
গেমটিতে সকল মিশনে পারফেক্ট স্কোর পেতে হলে (১০০ তে ১০০) তোমাকে সকল অপরাধীকে গ্রেফতার করতে হবে, সকল সিভিলিয়ানকে উদ্ধার করতে হবে, সকল অপরাধীর অস্ত্র কে সিজ করতে হবে, সকল স্ট্যাটাস আপডেট রির্পোট করতে হবে, কোনো টিম মেমবারকে হত্যা হতে দেওয়া যাবে না এবং কোনো প্রকার ইনজুরি গ্রহণ করা যাবে না। গেমটিতে যেমন সাধারণ অপরাধী রয়েছে তেমনি হেভি আরমর এবং আধুনিক অস্ত্র সহ জঙ্গীরাও রয়েছে। তবে যখন কোনো অপরাধীকে গ্রেফতার করা যাবে না তখন SWAT আইনের মধ্যে থেকেই তার ভাগ্য নির্ধারণ করতে হবে।
২০০৫ সালের গেম হিসেবে বর্তমান যুগে গেমটির গ্রাফিক্স তোমাদের কাছে নগন্য হতে পারে কিন্তু গেমটির গেম-প্লে এবং স্টোরিলাইন তোমাদের মুগ্ধ করবে আশা রাখি। গেমটিতে মোট ১৩ টি মিশন এবং গেমটির এক্সপেনশন প্যাক SWAT 4: The Stetchkov Syndicate তে রয়েছে ৭টি বিশাল মিশন।




ডাউনলোডঃ
http://www.kickass.to/swat-4-gold-edition-proper-ancient-t6442536.htm
OR
ftp://serv2.2fun.ge/games/SWAT%204/SWAT%204.CD2.bin
SWAT 4 খেলার মত একটা গেম রিভিউ করছেন Unknown তে 6:32 PM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.