Top Ad unit 728 × 90

>
[]

কোন সফটওয়্যার ছাড়াই USB পোর্টকে Write Protect করার পদ্ধতি

কোন প্রকার সফটওয়্যার ব্যবহার না করে আপনার পিসির USB পোর্টকে Write Protect বা Read only করে রাখতে পারেন খুব সহজেই।
নিচের পদ্ধতি অনুসরণ করুন।
  •  প্রথমে Start>Run এ গিয়ে Regedit টাইপ করে Enter চাপুন
  • Registry Editor খুললে HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control ওপেন করুন
  • Control এ রাইট ক্লিক করে New>Key তে StorageDevicePolicies নামে নতুন Key তৈরি করুন
usbwrpr1.PNG

  • StorageDevicePolicies এর উপর রাইট ক্লিক করে নতুন একটি DWORD Value নিন এবং এর নাম দিন WriteProtect
usbwrpr2.PNG
  • এবার WriteProtect এ ডাবল ক্লিক করে এর Value Data হিসেবে 1 দিন
usbwrpr3.PNG
  • হয়ে গেল আপনার পিসির ইউএসবি পোর্ট Write Protected
এখন ইউএসবি পোর্টে একটি পেন ড্রাইভ সংযুক্ত করে দেখুন এতে কোন ডাটা কপি করা যাচ্ছে না। এটি Disable করার জন্য Value Data হিসেবে 0 দিন।
কোন সফটওয়্যার ছাড়াই USB পোর্টকে Write Protect করার পদ্ধতি রিভিউ করছেন Unknown তে 1:52 PM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.