Top Ad unit 728 × 90

>
[]

Windows is not Genuine কীভাবে খুব সহজে সমাধান করবেন।

আমরা যে Windows ব্যবহার করি তা ম্যাক্সিমাম পাইরেটেড।

এজন্য Windows নতুন সেট আপ দেওয়ার ৩০ দিন পরে Windows is not Genuine দেখায়।
যার ফলে মাঝে মাঝে কম্পিউটারে অনেক কাজ করতে সমস্যা হয়, আবার অনেক সময় Wallpaper ও দেখায় না।


আজকে আমরা দেখবো কীভাবে Windows is not Genuine সমাধান করা যায়।

কীভাবে করবেন

  • প্রথমে নিচের যে কোন একটা ওয়েবসাইট থেকে Windows Activator And Loader টি ডাউনলোড করে নিন।

এখান থেকে

অথবা এখান থেকে

অথবা গুগলে Windows Loader লিখে সার্চ করে লোডারটি ডাউনলোড করে নিন।


  • তারপর Activator টি Install করে নিন।
  • এবার আপনার কম্পিউটারটি Restart দিন।
  • নিচের ছবির মতো Computer থেকে Properties এ গেলে অপশন আসলে, আপনার কম্পিউটার জেনিউন হয়ে গেছে।

  • তাহলে  মজা দেখুন- কারণ  সমস্যা সমাধান হয়ে গেছে।
Windows is not Genuine কীভাবে খুব সহজে সমাধান করবেন। রিভিউ করছেন Unknown তে 4:18 PM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.