Windows আপডেট বন্ধ করুন ঝামেলা ছাড়া
Windows নতুন করে সেট আপ দিলে প্রথম দিকে বারবার Windows আপডেট নেয়।
এজন্য আজকে আমরা কীভাবে খুব সহজে Windows আপডেট বন্ধ করা যায় তা দেখবো।
- যার ফলে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়।
- তাছাড়া PC অন-অফ হতে দেরি হয়।
- Shutdown ঝামেলা বেশি ভুগায়।
- তবে Windows আপডেট আপনার PC এর পারফর্ম বেটার করার জন্য নেয়।
- তারপরও হঠাৎ হঠাৎ Windows আপডেট নিলে আমাদের অনেক ঝামেলা হয়।
এজন্য আজকে আমরা কীভাবে খুব সহজে Windows আপডেট বন্ধ করা যায় তা দেখবো।
কীভাবে
- প্রথমে আপনার কম্পিউটারে Control Panel এ প্রবেশ করুন।
- সেখান থেকে নিচের ছবির মতো System and Security তে প্রবেশ করুন।
- তারপর নিচের ছবির মতো Windows Update এ ক্লিক করুন।
- তারপর নিচের ছবির মতো Change Setting এ প্রবেশ করুন।
- সেখান থেকে Never Check for updates (Not Recommended) অপশন সিলেক্ট করে OK ক্লিক করুন।
- ব্যস হয়ে গেলো সমাধান। এবার আপনার PC Restart দিয়ে নিন।
- আর কখনো Windows আপডেট নিয়ে আপনাকে ঝামেলা পোহাতে হবে না।
Windows আপডেট বন্ধ করুন ঝামেলা ছাড়া
রিভিউ করছেন Unknown
তে
3:41 PM
রেটিং:
No comments: