Top Ad unit 728 × 90

>
[]

Windows আপডেট বন্ধ করুন ঝামেলা ছাড়া

Windows নতুন করে সেট আপ দিলে প্রথম দিকে বারবার Windows আপডেট নেয়।
  • যার ফলে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়।
  • তাছাড়া PC অন-অফ হতে দেরি হয়।
  • Shutdown ঝামেলা বেশি ভুগায়।
  • তবে Windows আপডেট আপনার PC এর পারফর্ম বেটার করার জন্য নেয়।
  • তারপরও হঠাৎ হঠাৎ Windows আপডেট নিলে আমাদের অনেক ঝামেলা হয়।
নিচের ঝামেলার কিছু চিত্র দেখুন-



এজন্য আজকে আমরা কীভাবে খুব সহজে Windows আপডেট বন্ধ করা যায় তা দেখবো।

কীভাবে

  • প্রথমে আপনার কম্পিউটারে Control Panel এ প্রবেশ করুন।
  • সেখান থেকে নিচের ছবির মতো System and Security তে প্রবেশ করুন।

  • তারপর নিচের ছবির মতো Windows Update এ ক্লিক করুন।

  • তারপর নিচের ছবির মতো Change Setting এ প্রবেশ করুন।

  • সেখান থেকে Never Check for updates (Not Recommended) অপশন সিলেক্ট করে OK ক্লিক করুন।

  • ব্যস হয়ে গেলো সমাধান। এবার আপনার PC Restart দিয়ে নিন।
  • আর কখনো Windows আপডেট নিয়ে আপনাকে ঝামেলা পোহাতে হবে না।
Windows আপডেট বন্ধ করুন ঝামেলা ছাড়া রিভিউ করছেন Unknown তে 3:41 PM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.