দ্রুত পেটের মেদ দূর করুন নিয়মিত ৪ টি সহজ ব্যায়ামে
দুই হাতে দুটি ৮-১০ পাউন্ডের ডাম্বেল নিন।
এবার একেবারে হাত সোজা করে দাঁড়ান (A)। এবার পিঠ সোজা রেখে শুধু কোমর বাকা
করে চেয়ারে বসার মতো শারীরিক ভঙ্গিমায় আসুন (B)। এবার দ্রুত আবার সোজা হয়ে
দাঁড়ান। এভাবে ১০ বার উঠা বসা করুন।
ডান পায়ের ওপর ভর দিয়ে দাঁড়ান এবং বাম পা
পেছনে রাখুন। দু হাত দিয়ে একটি ডাম্বেল বুকের কাছে ধরুন (A)। এবার ডান পাটি
৯০ ডিগ্রি এঙ্গেল করে সামনে ঝুঁকে বসুন। বাম হাঁটু মেঝেতে রাখবেন না।
এভাবে ব্যালেন্স করার চেষ্টা করুন (B)। আবার সোজা হয়ে উঠার চেষ্টা করুন।
এভাবে ১০ বার করুন। পায়ের পজিশন পরিবর্তন করে ওপর সাইডেও একইভাবে ১০ বার
করুন।
দুই পায়ে ভোর দিয়ে হাঁটু সামান্য বাকা করে
দাঁড়ান। এবার পিঠ সোজা রেখে কোমর বাকা করে দাঁড়ান। দুই হাতে দুটো ডাম্বেল
নিয়ে হাত নিচের দিকে রাখুন সোজা করে (A)। এবার হাত ও কুনুই বাঁকা করে
ডাম্বেল বুকের কাছে নিন (B)। আবার আগের পজিশনে আসুন। এভাবে ১০ বার করুন।
দ্রুত পেটের মেদ দূর করুন নিয়মিত ৪ টি সহজ ব্যায়ামে
রিভিউ করছেন Abdullah Al Mamun
তে
8:19 AM
রেটিং:
Post Comment
No comments: