গেমপ্লে রেকর্ড করুন সহজ ও মসৃণভাবে
আমরা কমবেশি পিসিতে সবাই কাজ করি এবং গেম খেলি।অনেক সময় এসব কাজের ভিডিও
স্ক্রীনশট রাখার দরকার পড়ে।যেমন ধরুন, আপনার এক বন্ধু একটা গেমের মিশন পাস
করতে পারছে না। কিন্তু আপনি সেটা সহজেই পাস করতে পারেন।কিন্তু তার বাসায়
গিয়ে অথবা নিজের বাসায়ই সেটা করে দেখানোর কোন উপায় নাই।এমন সময় দরকার পড়ে
গেমপ্লের ভিডিও করে রাখার,যাতে সেটা ওয়াকথ্রো হিসেবে আপনার বন্ধুকে দেওয়া
যায়।এমনই একটি সফটওয়্যার হল মিরিলিসের একশন!
আমরা অনেকেই ক্যামটাসিয়া অথবা স্নাগিট ইউস করে থাকি ,কিন্তু সেটা গেমপ্লে রেকর্ড করার জন্য বিশেষভাবে তৈরি নয়।অনেক সময় দেখা যায়,হাই এন্ড গেম গুলার ভিডিও করার পর চালু করলে ভিডিও ল্যাগ করে অথবা পুরো ভিডিও হোয়াইট হয়ে রয়েছে।কিন্তু একশনে সেই সমস্যা নেই।একদম মসৃণ ভিডিও রেকর্ড করে এটা।ব্যাবহারও খুব সহজ।
কিন্তু কয়েকদিন ব্যাবহার করার পর যদি আবার ব্ল্যাকলিস্টেড মেসেজ আসে তাহলে একশন! বন্ধ করুন।পূর্বের পদ্ধতিতে প্যাচ ফাইলে গিয়ে Clean Blacklist এ ক্লিক করুন এবং পিসি রিস্টার্ট দিন।ব্যাস,কেল্লা ফতেহ!আপনার একশন এখন একটিভেট হয়ে গেছে।
একশনে আপনি ৬০ এফপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন।গেমপ্লের পাশাপাশি ডেস্কটপও রেকর্ড করতে পারবেন।
হাই এন্ড পিসি গেম রেকর্ডিংএর জন্য ভালো ।
আমরা অনেকেই ক্যামটাসিয়া অথবা স্নাগিট ইউস করে থাকি ,কিন্তু সেটা গেমপ্লে রেকর্ড করার জন্য বিশেষভাবে তৈরি নয়।অনেক সময় দেখা যায়,হাই এন্ড গেম গুলার ভিডিও করার পর চালু করলে ভিডিও ল্যাগ করে অথবা পুরো ভিডিও হোয়াইট হয়ে রয়েছে।কিন্তু একশনে সেই সমস্যা নেই।একদম মসৃণ ভিডিও রেকর্ড করে এটা।ব্যাবহারও খুব সহজ।
ডিটেলসঃ
- কোম্পানি-মিরিলিস (www.mirillis.com)
- প্রোডাক্টের নাম - একশন!(ACTION!)
- ভার্সন - ১.১৯.২.০
প্রথমেই সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন -
- একশন! + প্যাচ - https://www.sendspace.com/file/e8dtq3
- শুধু প্যাচ - https://www.sendspace.com/file/4b5zjk
কিন্তু কয়েকদিন ব্যাবহার করার পর যদি আবার ব্ল্যাকলিস্টেড মেসেজ আসে তাহলে একশন! বন্ধ করুন।পূর্বের পদ্ধতিতে প্যাচ ফাইলে গিয়ে Clean Blacklist এ ক্লিক করুন এবং পিসি রিস্টার্ট দিন।ব্যাস,কেল্লা ফতেহ!আপনার একশন এখন একটিভেট হয়ে গেছে।
একশনে আপনি ৬০ এফপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন।গেমপ্লের পাশাপাশি ডেস্কটপও রেকর্ড করতে পারবেন।
হাই এন্ড পিসি গেম রেকর্ডিংএর জন্য ভালো ।
গেমপ্লে রেকর্ড করুন সহজ ও মসৃণভাবে
রিভিউ করছেন Unknown
তে
7:21 AM
রেটিং:
No comments: