Top Ad unit 728 × 90

>
[]

মেমরি কার্ডে মুভ করে এইচডি গেম খেলুন আপনার এন্ড্রয়েড ফোনে।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। আর বকবক না করে এখন কাজের কথায় আসি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে এন্ড্রয়েড ফোনের HD গেমসের Data ফাইল SD Card এ রেখে খেলবেন।
বিঃদ্রঃ যাদের ফোন মেমরিতে রেখে গেমস খেলতে হয় শুধু তাদের জন্য।

যা যা প্রয়োজনঃ
১। রুটেড ফোন।
২। Gl to sd.apk
৩। সিস্টেম সেটিং এ গিয়ে ডিস্পেলে টাইম আউট সর্বশেষ অপশন টি সিলেক্ট করুন। কারন গেমসের ডাটা যত বড় হবে তা মুভ হতে তত বেশি সময় লাগবে।
৪। আপনার চেষ্টা :-D
প্রথমে এই https://play.google.com/store/apps/details?id=com.slf.ListglApp লিঙ্কে গিয়ে এ্যাপ্সটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করা শেষ হলে আসুন কিভাবে কি করতে হবে দেখে নেই, চলুন শুরু করা যাক।
মনেকরি উপরের লিঙ্ক হতে এ্যাপ্সটি ডাউনলোড করা খতম (শেষ), এবার ইন্সটল করুন। ইন্সটল করার পার এ্যাপ্সটি ওপেন করুন।

এখন যা করবেন তা নিম্নের ছবি দেখলেই বুজতে পারবেন।

লাল চিহ্নিত স্হানে টাচ করুন। এখন নতুন একটা অপশন আসছে। এখন যা করতে হবে তা নিম্নের ছবিটাতে লক্ষ করুন।

Move data অপশনে টাচ্ করুন। এখন দেখবেন নতুন একটা অপশন আসবে, এখন আপনাকে গেমস সিলেক্ট করতে হবে যেই গেমসটা আপনি Sd Card এ মুভ করতে চান।

আমি লাল চিহ্নিত গেমসটিকে Sd Card এ মুভ করার জন্য সিলেক্ট করেছি।

গেমসটা মুভ হচ্ছে। মুভ সম্পুর্ন হলে নিচে দেওয়া ছবির মত আসবে।

গেমস খেলা শুরু করার আগে প্রত্যেক বার মেমরি কার্ড মাউন্ট করে নিবেন কিভাবে করতে হবে তা নিম্নে ছবিটার লাল চিহ্নিত স্হানে টাচ্ করুন।

গেমস খেলা শেষে মেমরি কার্ড কে আবার আনমাউন্ট করুন। আনমাউন্ট করতে নিম্নের ছবিটি ফলো করুন।
মেমরি কার্ডে মুভ করে এইচডি গেম খেলুন আপনার এন্ড্রয়েড ফোনে। রিভিউ করছেন Unknown তে 7:46 AM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.