মাউস নষ্ট? তো কি হয়েছে আসুন জাদু দেখি
By Akibmahmud
মাঝে মাঝে এমন হয় যে, ল্যাপটপ
কিংবা ডেস্কটপ এর মাউসটি আর
কাজ করছে না। তখন প্রয়োজন হয়
অতিরিক্ত একটা মাউস এর। কিন্ত
হাতের কাছে মাউস
না থাকলে কম্পিউটারের কাজ
কি বন্ধ থাকবে?
এ কেমন কথা মাউস
ছাড়া কম্পিউটার অচল। হ্যাঁ বন্ধুগন
মাউস ছাড়াও আপনি কম্পিউটার
অপারেটিং করতে পারেন।
আমি এমন ছোট্ট একটি কৌশলের
কথাই এখন লিখছি।
যেভাবে সেটিংস করবেন:
১। প্রথমে Control Panel > Accessibility
Options টিতে ডাবল ক্লিক করুন।
২। Mouse Tab এ ক্লিক করে, Mouse
Tab টি Active করে নিন।
৩। Use MouseKeys এ টিক দিয়ে Apply
করে ok করুন।
৪। লক্ষ করুন টাস্ক বারে MouseKeys
নামে একটি নতুন Option
দেখা যাচ্ছে।
৫। এখন কি বোর্ডে (5 ও o ছাড়া) 1
থেকে 9 পর্যন্ত
কি গুলো আলাদা আলাদা ভাবে চাপ
দিয়ে দেখুন কার্সর স্থানান্তর
হচ্ছে।
৬। সিংঙ্গেল মাউস ক্লিকের
প্রয়োজন হলে 5 এ একবার ক্লিক করুন
এবং ডাবল ক্লিকের প্রয়োজন
হলে 5 এ ডাবল ক্লিক করুন।
৭। Num Lock চালু থাকা অবস্থায়,
Numerical কি গুলো মাউস
হিসেবে কাজ করবে।.
৮। Num Lock বন্ধ থাকা অবস্থায়, 2 4
6 8
কিগুলো এ্যারো কি হিসেবে কাজ
করবে।
৯। MouseKeys চালু থাকা অবস্থায়,
কোন Numerical কি প্রয়োজন হলে,
Functional কি এর নিচে অবস্থিত
Numerical কিগুলো ব্যবহার করুন।
মাউস নষ্ট? তো কি হয়েছে আসুন জাদু দেখি
রিভিউ করছেন Unknown
তে
10:07 PM
রেটিং:
No comments: