Top Ad unit 728 × 90

>
[]

কি করে উইন্ডোজ ৮ এ পিকচার পাসওয়ার্ড দিবেন

উইন্ডোজ ৮ এ এক নতুন অপশন হল আপনি পিকচার দিয়েও আপনার পিসিতে লগিন করতে পারবেন। কিন্তু সেটিং করতে গিয়ে অনেকে ঝামেলায় পরতে পারেন বিশেষ করে যারা প্রথম প্রথম উইন্ডোজ ৮ ইন্সটল দিয়েছেন। যাহোক কি করে পিকচার পাসওয়ার্ড দিবে উইন্ডোজ ৮ এ টা নিয়ে আলোচনা করা যাক।
প্রথমে মাউস আপনার পিসির মনিটর এর একদম ডানে এবং একদম নিছে নিলে দেখবেন অনেক গুলো অপশন আসবে এর মধ্যে একটি হল Settings। এখন আপনার কাজ হল এই settings এ ক্লিক করা। এখানে ক্লিক করলে যে উইন্ডো ওপেন হবে তার একদম নিছে দেখুন লেখা আছে Change PC Settings। এখানে ক্লিক মারুন। এরপর বাম দিকে Users এ ক্লিক করে Change picture password এ ক্লিক করুন।
উইন্ডোজ ৮
এখানে ক্লিক করলে আপনার উইন্ডোজ এর পাস ওয়ার্ড চাবে। এখানে আপনার উইন্ডোজ এর পাস ওয়ার্ড দিন। বামে দেখুন Choose picture নামে একটা অপশন আছে ওইটা ক্লিক করুন। এরপর উপরে দেখুন File নামে অপশন আছে ওখানে ক্লিক করে আপনার পছন্দের ছবি সিলেক্ট করুন।

এখন নিছের ছবির মতো Use this picture এ ক্লিক করুন।
উইন্ডোজ ৮ 01
এরপর দেখবেন বাম দিকে 1 2 3 এরকম আসবে। এখন আপনি আপনার মাউস দিয়ে ছবির জেকন তিনটি জায়গায় ক্লিক করুন। একবার করা শেষ হলে আবার আগের মতো একই জায়গায় মাউস দিয়ে ক্লিক করুন কনফার্ম এর জন্য।
উইন্ডোজ ৮ 02
এখন Finish এ ক্লিক করে বের হয়ে আসুন। হয়ে গেল পিকচার পাস ওয়ার্ড। এখন থেকে পিসি অন করলে আপনার সিলেক্ট করা ছবি আসবে। আপনি যে জায়গায় ক্লিক করে পাস ওয়ার্ড দিয়েছিলেন ঐ ঐ জায়গায় ক্লিক করে দেখবেন আপনার পিসি ওপেন হবে।
কি করে উইন্ডোজ ৮ এ পিকচার পাসওয়ার্ড দিবেন রিভিউ করছেন Unknown তে 4:20 PM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.