আসল চামড়ার জিনিস (জুতো,বেল্ট,মানিব্যাগ) চেনার উপায় ?
প্রকৃত চামড়ার জিনিস চেনার পাঁচটি উপায় আছে:
১ম উপায়ঃ একটি ম্যাচের কাঠী জ্বালিয়ে হালকাভাবে চামড়ার জিনিসটির নীচে ধরুন। যদি কুচকে যায় বা পুড়ে যায় তবে চামড়া নয়।
২য় উপায়ঃ চামড়ার জিনিসটি একটি ভাজ দিন দেখুন আবার পূর্বের অবস্থায় ফিরে যায়
কিনা যদি না আসে তবে বুঝবেন চামড়া।সিনথেটিক জিনিস বার বার ভাজ করলেও একই
রকম থাকবে।
৩য় উপায়ঃ দুই ফোটা পানি নিন জিনিসটির উপর পানি দিয়ে ঘসা দিন খেয়াল রাখুন, চামড়ার জিনিস হলে পানি দেওয়া জায়গাটি একটু হলেও ফুলে উঠবে।
৪র্থ উপায়ঃ চামড়ার জিনিসের আলাদা একটি গন্ধ আছে। গন্ধ দিয়ে সহজেই চেনা যায়।
৫ম উপায়ঃ চামড়ার জিনিসের ফিনিশিং কখনই সিনথেটিক লেদার বা রেক্সিনের মত খুব
স্মুথ হবে না। সিনথেটিক লেদার বা রেক্সিনের সারফেসের প্রতিটি স্থান একদম
সমান ও সমউজ্জ্বল হবে, কারন এটি আরটিফিসিয়ালি তৈরি করা।অরিজিনাল লেদার একটু
হলেও উনিশ বিশ হবে।
আমাদের প্রোডাক্ট উপরের সবগুলো পরিক্ষা দারা পরিক্ষিত।ড্রিমারস দিচ্ছে অরিজিনাল লেদারের নিশ্চয়তা।Source: Hightechbd
আসল চামড়ার জিনিস (জুতো,বেল্ট,মানিব্যাগ) চেনার উপায় ?
রিভিউ করছেন Unknown
তে
6:34 PM
রেটিং:
No comments: