Top Ad unit 728 × 90

>
[]

সিন্ধি বিরিয়ানী

“সিন্ধি বিরিয়ানী” পাকিস্তানের করাচি ও হায়দ্রাবাদের স্বনামধন্য একটি খাবার। এই খাবারটির জন্যই করাচি ও হায়দ্রাবাদ শহর দুটি বিশেষ পরিচিত। ঢাকার বিভিন্ন হায়দ্রাবাদী রেষ্টুরেন্টে এই খাবারটি পাওয়া যায়। এছাড়া চাইলে আপনি বাড়িতেও তৈরি করতে পারেন এই খাবারটি।
 


প্রয়োজনীয় উপাদান:
  • পোলাওর চাল বা বাসমতী চাল ৫০০ গ্রাম
  • ঘি আধা কাপ
  • তেল আধা কাপ
  • মুরগির স্টক তিন কাপ
  • মুরগির মাংস (মাঝারি আকারের টুকরা) এক কেজি
  • পেঁয়াজ বাটা দুই টেবিল-চামচ
  • আনারসের রস (হালকা হলুদ রং দিয়ে জ্বাল দেওয়া) এক কাপ
  • আদা বাটা দুই টেবিল-চামচ
  • রসুন বাটা এক টেবিল-চামচ
  • বেরেস্তা পৌনে এক কাপ
  • কাঁচা মরিচ সাত-আটটি
  • তেজপাতা তিন-চারটি
  • দারুচিনি ছয়-সাত টুকরা
  • এলাচ চারটি
  • স্টার অ্যানিস দুটি
  • লবঙ্গ ছয়-সাতটি
  • মরিচ গুঁড়া এক চা-চামচ
  • বাদাম বাটা ১ টেবিল চামচ
  • পেঁয়াজ কুচি আধা কাপ
  • মালাই আধা কাপ
  • লবণ স্বাদমতো
  • পেস্তা বাদাম
  • কিশমিশ
  • কাজু আধা কাপ
  • মাওয়া গুঁড়া আধা কাপ
  • টকদই আধা কাপ
  • টমেটোর সস তিন টেবিল-চামচ
 
প্রস্তুত প্রণালী:
  • চাল আধা সিদ্ধ করে মাড় ঝরাতে হবে।
  • আদা-রসুন বাটা, মরিচ গুঁড়া, বাদাম বাটা, লবণ, অর্ধেকটা গরম মসলা ও তেজপাতা দিয়ে মাংস মাখিয়ে দুই ঘণ্টা রাখতে হবে।
  • তেল গরম করে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে তাতে মসলা থেকে মাংস উঠিয়ে ওই মসলা দিয়ে কষাতে হবে।
  • তারপর দই ও মাংস দিয়ে কষাতে হবে ও এক কাপ গরম পানি দিতে হবে।
  • ঝোল কমে এলে টমেটোর সস দিয়ে ভুনা ভুনা করে লবণ চেখে নামাতে হবে।
  • ঘি গরম করে পেস্তা বাদাম, কিশমিশ, কাজু ভেজে ওঠাতে হবে এবং ওই ঘি দিয়ে আধা সিদ্ধ চাল মেখে রাখতে হবে।
  • হাঁড়িতে প্রথমে কিছু চাল, কিছু বেরেস্তা, কিছু মাওয়া আবার কিছু চাল, রান্না মাংস, কিছু কাজু, পেস্তা, বাদাম, কিশমিশ, মাওয়া, চাল, মাংস এভাবে দিতে হবে।
  • এরপর আনারসের রস, কেওড়া, মালাই, কাজুবাদাম, কিশমিশ দিয়ে ৩০-৩৫ মিনিট দমে রাখতে হবে।
 Source: Online Dhaka Guide
সিন্ধি বিরিয়ানী রিভিউ করছেন Unknown তে 4:35 PM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.