উইন্ডোজের লগঅন স্ক্রীন পরিবর্তন
আমরা
যখন পিসি স্টার্ট করি তখন পিসির স্ক্রীনে একটা ইমেজ ভেসে উঠে আর যদি
পাসওয়ার্ড দেয়া থাকে উইন্ডোজে তাহলে আমরা ঐ স্ক্রীনে পাসওয়ার্ড অপশনে
পাসওয়ার্ড দিয়ে পিসি স্টার্ট করতে হয়। স্টার্টটিং উইন্ডোজ স্ক্রীনের
ইমেজটি অনেকেই পছন্দ করেন না। এই ইমেজগুলো উইন্ডোজে ডিফল্ট ভাবে দেওয়া
থাকে।
আপনি চাইলেই এই ডিফল্ট (default)
ইমেজ না রেখে আপনার পছন্দ মত ইমেজ দিতে পারেন .jpg ফরম্যাট এ। সে জন্য
আপনাকে ছোট একটি সফটওয়্যার ডাঊনলোড করতে হবে । যার সাইজ মাত্র ৮৭৩
কিলোবাইট।
ডাউনলোড লিঙ্কঃ Logon Screen
প্রথমে
সফটওয়্যারটি ওপেন করে change logon screen এ আপনার পছন্দের ছবিটি সিলেক্ট
করে দিন এবং ok দিয়ে কনফার্ম করুন। তাহলে আপনার স্টার্ট উইন্ডোজ স্ক্রীনের
পছন্দের ইমেজটি logon screen হয়ে যাবে।
উইন্ডোজের লগঅন স্ক্রীন পরিবর্তন
রিভিউ করছেন Unknown
তে
6:02 PM
রেটিং:
No comments: