Top Ad unit 728 × 90

>
[]

প্রফেশনাল গেম বুস্টার

প্রসেসর এর গতি কমে যাওয়া অথবা লো-কনফিগারেশনের জন্য অনেকেই পিসিতে মনের পছন্দমতমত গেম উপভোগ করতে পারেন না। যারা এই সমস্যায় ভুগছেন তাদের সমস্যা দূরীকরণের জন্যই মূলত এই সফটওয়্যারটি প্রয়োজন। তবে এ কথা সত্যি যে পৃথিবীর কোন সফটওয়্যারেরই শক্তি নেই যে আপনার স্লো কনফিগারেন পিসিকে হাই কনফিগারেন এ বানিয়ে দিতে পারে।
তবে এটা সত্য যে আপনার পিসির সঠিক কনফিগারেন এর সঠিক গতি বিভিন্ন ভাল সফটওয়্যারের মাধ্যমে পাওয়া সম্ভব। এমনি একটি সফটওয়্যার হল গেম বুস্টার। পিসির গেমিং স্পিড কে বাড়ানোর সাথে সাথে এটি আপনার পিসির অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে পিসি কে সবসময় গতিশিল রাখবে।

গেমকে বুস্ট করার কৌশলঃ

১)  ডাউনলোড করা rar ফাইল টিকে ও winrar দিয়ে extract  বা আনজিপ করুন
২) Game Booster 3.1 Setup.exe এটাকে রান করে গেম বুস্টার সেট আপ করুন
৩) সেটাআপ শেষে গেম বুস্টার রান করে পিসি থেক অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করুন
৪) এখন যে গেমটি খেলতে চান সেটির সর্টকাট এর উপর মাউসের Right Button ক্লিক করে Run with Game Booster এ ক্লিক করুন।
আপনার কাজ শেষ। দেখবেন আপনি আগের থেকে পিসি গেমিং এ বেশি আনন্দ পাচ্ছেন । আর সেই সাথে আপনার পিসি আগের তুলনায় অনেক স্পিডি হয়েছে । নিচে গেম বুস্টার এর  ফুল ভার্সনটির ডাউনলোড লিঙ্ক দেয়া হলো। ডাউনলোড সাইজ মাত্র ৫ মেগাবাইট।

ডাউনলোড  লিঙ্ক:  Game Booster 3.1
প্রফেশনাল গেম বুস্টার রিভিউ করছেন Unknown তে 6:00 PM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.