এক ক্লিকে সব ড্রাইভ রিফ্রেশ করুন
- Start>All Programs>Accessories>Notepad-এ গিয়ে নোটপ্যাড খুলতে হবে। এরপর নিচের সংকেত হুবহু নোটপ্যাডে লিখতে হবে-
Echo Off
cd/
tree
C:
tree
D:
tree
E:
tree
F:
- এখানে C, D, E, F ইত্যাদি কমান্ডগুলো আপনার কম্পিউটারের ড্রাইভের লেটার হিসাবে ধরা হয়েছে।
- এ ছাড়া যদি আপনার কম্পিউটারে আরও কোন ড্রাইভ থাকে, তাহলে আপনি সেটি নোটপ্যাডে যোগ করতে পারেন। যেমন S ড্রাইভ যোগ করতে নোটপ্যাডের শেষে লিখতে হবে-
S:
tree
- এ ছাড়াও আপনি ইচ্ছা করলে যেকোন ড্রাইভ রিফ্রেশের তালিকা থেকে বাদ দিতে পারেন। এ জন্য ওই ড্রাইভের লেটার মুছে তার পরের লাইনের tree লেখাটি মুছতে হবে।
- সংকেত লেখার পর File>Save as-এ গিয়ে ফাইলটি Refresh Drive.bat নামে সেভ করম্নন।
- খেয়াল করম্নন, Refresh Drive নামের নতুন একটি ফাইল তৈরি হয়েছে।
- এবার তৈরি হওয়া Refresh Drive ফাইলটিতে ডাবল ক্লিক করলেই কম্পিউটারের সব ড্রাইভ একসাথে রিফ্রেশ হবে।
এক ক্লিকে সব ড্রাইভ রিফ্রেশ করুন
রিভিউ করছেন Unknown
তে
3:33 AM
রেটিং:
No comments: