Top Ad unit 728 × 90

>
[]

এক ক্লিকে সব ড্রাইভ রিফ্রেশ করুন

উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ইচ্ছা করলে এক ক্লিকেই কম্পিউটারের সব ড্রাইভ রিফ্রেশ করে নিতে পারেন। এ জন্য-

  1. Start>All Programs>Accessories>Notepad-এ গিয়ে নোটপ্যাড খুলতে হবে। এরপর নিচের সংকেত হুবহু নোটপ্যাডে লিখতে হবে-
Echo Off
cd/
tree
C:
tree
D:
tree
E:
tree
F:
tree ইত্যাদি, ইত্যাদি।

  1. এখানে C, D, E, F ইত্যাদি কমান্ডগুলো আপনার কম্পিউটারের ড্রাইভের লেটার হিসাবে ধরা হয়েছে।

  1. এ ছাড়া যদি আপনার কম্পিউটারে আরও কোন ড্রাইভ থাকে, তাহলে আপনি সেটি নোটপ্যাডে যোগ করতে পারেন। যেমন S ড্রাইভ যোগ করতে নোটপ্যাডের শেষে লিখতে হবে-
S:
tree

  1. এ ছাড়াও আপনি ইচ্ছা করলে যেকোন ড্রাইভ রিফ্রেশের তালিকা থেকে বাদ দিতে পারেন। এ জন্য ওই ড্রাইভের লেটার মুছে তার পরের লাইনের tree লেখাটি মুছতে হবে।

  1. সংকেত লেখার পর File>Save as-এ গিয়ে ফাইলটি Refresh Drive.bat নামে সেভ করম্নন। 

  1. খেয়াল করম্নন, Refresh Drive নামের নতুন একটি ফাইল তৈরি হয়েছে।

  1. এবার তৈরি হওয়া Refresh Drive ফাইলটিতে ডাবল ক্লিক করলেই কম্পিউটারের সব ড্রাইভ একসাথে রিফ্রেশ হবে।

এখন থেকে এই ফাইলে ক্লিক করলেই আপনি ড্রাইভ রিফ্রেশ করতে পারবেন।
এক ক্লিকে সব ড্রাইভ রিফ্রেশ করুন রিভিউ করছেন Unknown তে 3:33 AM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.