Top Ad unit 728 × 90

>
[]

জিন-ভুত থেকে বাঁচার কিছু টিপস-১


প্রিয় পাঠকবৃন্দ,আজ আপনাদের সাথে কিছু টিপস্ শেয়ার করব।আমাদের সবার জীবনে হয়ত কমবেশি কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে,যাদের সাথে ঘটেনি তাদের সাথে যে ঘটবে না এমন নিশ্চয়তা দেয়া যাবে না।যদি কেউ এইরকম ঘটনার মুখোমুখি হোন কি করবেন তখন?আজ সেই বিষয়েই কিছু টিপস্‌ আপনাদের সাথে শেয়ার করব।বিশ্বাস অবিশ্বাস করা সম্পূর্ণ আপনার ব্যাপার।যারা বিশ্বাস করবেন না তারা দয়া করে কোন প্রকার হৈ চৈ করবেন না।

১.নিজের মুখটা আয়নায় দেখতে কে
না ভালবাসে!কিন্তু সেই মুখটা যদি হয় বীভত্‍স কোন মুখ তখন?আপনি অবশ্যই চমকে উঠবেন এবং ভয় পাবেন।আয়না নিয়ে অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে এই পর্যন্ত যার অধিকাংশেরই কোন ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় নি।এরকম ঘটনা আপনার সাথেও হতে পারে।এই ঘটনা আপনি একটু সাবধান হলেই রোধ করা সম্ভব হবে।এই সকল ঘটনা রাতেই বেশি ঘটে থাকে,তাই একটু সাবধানতা অবল্মবন করা উচিত।রাতের বেলা নিতান্ত দরকার না হলে আয়নার দিকে তাকাবেন না।যাদের আয়না ওয়াশরুমের ভিতরে তাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত্‍,কেননা এই ঘটনাগুলি ঘটায় কিছু দুষ্ট আত্না আর তাদের প্রিয় জায়গা হচ্ছে টয়লেট।তারা সবসময় চেষ্টা করে মানুষকে ভয় দেখাতে।আপনার যদি আয়না দেখার দরকার পরেই তাহলে আপনার আর আয়নার মাঝখানে অবশ্যই ফাঁকা জায়গা রাখবেন অর্থাত্‍ আপনাকে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে রাখতে হবে।কোন অবস্থাতেই আপনার পিছনে খালি জায়গা রাখবেন না।

২.টয়লেট।এমন একটি জায়গা যেখানে আপনাকে অবশ্যই যেতে হবে।কিন্তু সেখানে আপনি কোন ভৌতিক ঘটনার সম্মুখীন হতে পারেন।(১নং দ্রঃ)তাহলে আপনি টয়লেটে যাওয়া ছেড়ে দিবেন?সেটা কখনই সম্ভব নয়।এর থেকে বাঁচার বড় অস্ত্র কিন্তু আপনাদের হাতেই আছে।আর তা হলো আমাদের পবিত্র ধর্ম ইসলাম।টয়লেটে যাওয়ার আগে অবশ্যই দোয়া পড়ে নিবেন।আল্লাহর রহমতে আপনার কিছুই হবে না।যারা দোয়াটি যানেন তারা তো জানেনই,যারা জানেন না তাদের জন্য দোয়াটি নিচে দেওয়া হলো-

"আল্লাহুম্মা ইন্নি আইযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস"

৩.আপনি গভীর ঘুমে অচেতন।হঠাত্‍ আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো এবং আপনি চোখ খুলে তাকালেন।যদি দেখেন আপনার উপর কেউ বসে আছে অথবা আপনার পা বা মাথার কাছে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলেন এবং আপনি কোন চিত্‍কার বা কোন কথা বলতে পারলেন না তখন?একে বলে বোবায় ধরা।এরকম যদি হয় তাহলে সর্ব ১ম যা করবেন তা হলো আপনার মনের গভীর থেকে যত জোরে পারা যায় "মা" বলে চিত্‍কার দিবেন শব্দ বের হোক বা না হোক।আর এই ঘটনা যেন না ঘটে তার জন্য করণীয় হলো-ঘুমানোর আগে ১ম এ এই দোআটি পড়বেন-
"আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহ্ ইয়া,লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল উল্লাহ্"এরপর ৩বার সূরা ফাতিহা,৩বার সূরা নাস্,১বার অত্তাহিয়াতু,১বার দুরুদ শরীফ পড়ে বুকে ৩বার ফুঁ দিবেন।ইনশাআল্লাহ্ আপনার কোন সমস্যা হবে না।(বাস্তব অভিঞ্জতা আছে এই ব্যাপারে)

৩.যারা রাত জেগে পড়েন বা কাজ করেন তাদেরকে বলছি,দয়া করে রাত ৩টার পর জেগে থাকবেন না।রাত ৩টা থেকে ফজরের ওয়াক্ত পর্যন্ত সময়টা খুবই খুবই খারাপ।

৪.রাতের বেলা কেউ অপনাকে ৩বারের বেশি না ডাকলে আপনি সাড়া দিবেন না সে যতই আপনার পরিচিত হোক না কেন।এক প্রকার খারাপ আত্না আছে যারা আপনার আপনজনের গলা নকল করে আপনাকে ৩বার ডাকবে।এদের বলে নিশি।আপনি যদি তাদের ডাকে সাড়া দেন তাহলে আপনার নিয়ত্রন তাদের হাতে চলে যাবে।আপনি আর কখনোই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন না যদি না আল্লাহ্ রহমত না করেন।

৫.রাত করে কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবরস্থানের দিকে তাকিয়ে অবশ্যই নিচের দোআটি পাঠ করবেন

"আসসালামালাইকুম ইয়া আহ্লাল কুবুর"

৬.যারা রাতে বাসে করে দূরের রাস্তায় ভ্রমণ করবেন বিশেষ করে চট্টগ্রাম যারা যাবেন একটু সতর্কতা অবলম্বন করবেন।আপনার যাত্রার টাইম শিডিউল ভাল করে মিলিয়ে দেখবেন।যদি দেখেন আপনার যাত্রার সময় ১ঘন্টা আগে পরে হয়েছে তাহলে তত্‍হ্মণাত্‍ আপনার যাত্রা বাতিল করবেন।আর সব যদি ঠিক থাকে তাহলে বাসে উঠে অন্যান্য যাত্রীদের চেহারা ভাল করে খেয়াল করবেন।যদি পারেন সাথে ১টা কোরআন শরীফ রাখবেন।বাস ছাড়ার আগ মুহূর্তে মনে মনে এই দোআটি পাঠ করবেন-

"বিসমিল্লাহি মাজরেহা ওয়া মূরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহীম"।
জিন-ভুত থেকে বাঁচার কিছু টিপস-১ রিভিউ করছেন Unknown তে 4:54 PM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.