Top Ad unit 728 × 90

>
[]

একটা পাসওয়ার্ড মনে রাখুন। আর বাকি সব গিলে ফেলুন!!

আধুনিকতা আর ইন্টারনেট এর ছোঁয়ায় আজ আমরা ভার্চুয়াল জগতে বাস করি। ইন্টারনেট এর এই দুনিয়ায় আমরা অনেক সাইট এ ভিসিট করি। আর এই হাজারো সাইট এর মাজে কিছু কিছু সাইট এ আমরা রেজিস্ট্রেশান করি। একি পাসওয়ার্ড ইউস করে হ্যাকার এর খপ্পরেও পরতে হয়। আর ভিভিন্ন ভিভিন্ন পাসওয়ার্ড ইউস করলে তা মনে রাখা কষ্টকর হয়ে যায়।


কিন্তু এমন একটি সফটওয়্যার অথবা প্লাগিন যদি থাকতো জা দিয়ে সব পাসওয়ার্ড সেভ করে রাখা যায়। এবং প্রয়োজন এ তা আপনা আপনি ব্যাবহার হয়ে যায় তাহলে কেমন হয়?? সত্যি খুব ভাল হয় তাই না? হুম ! আজ আমি এমন ই একটি দরকারি আর কাজের সফটওয়্যার নিয়ে আলোচনা করবো।  সফটওয়্যার টির নাম হলো Lastpass. নাম সুনেই খানিকটা ধারনা পাচ্ছেন তাই না?
lastpass এ রেজিস্ট্রেশান এর পর শুদু অই পাসওয়ার্ড টা মনে রেখে বাকি সব পাসওয়ার্ড ভহুলে গেলেও চলবে। কারন যেখানে যেখানে আর যে সাইট এ আপনার লগিন এর প্রয়োজন পরবে lastpass তা নিজে থেকেই করে নিবে। আপনি শুদু সাইট এ দুকবেন আর লগিন অই সফটওয়্যার টা নিজেই করে নিবে, আপনাকে আর আলাদা করে user name and password দিয়ে লগিন করা লাগবে না।

ধরুন আপনি টেক টিউন এ ঢুকলেন এখন পাসওয়ার্ড আর ইউসের নেম টাইপ করে আপনাকে লগিন করতে হয়। কিন্তু lastpass সফটওয়্যার টি থাকলে সে নিএর সেভ করা পাসওয়ার্ড থেকে বেছে টেক টিউন এ লগিন করিয়ে দিবে।
সফটওয়্যার টি কিসে ব্যাবহার করতে পারবেন?
  1. উইন্ডোজ এ।
  2. অপেরা প্লাগিন হিসেবে
  3. মজিলা প্লাগিন হিসেবে
  4. ক্রোম প্লাগিন হিসেবে
  5. এবং মোবাইল এ
আপনি মোবাইল ও এই সফটওয়্যার টি ইউস করতে পারবেন।

গুগল ক্রোম ব্রাউজার এ লাস্ট পাস এর আইকন টা হবে এরকম।

lastpass এর ফিচারঃ
  1. Simple, Fast, and Effortless Browsing
  2. Hassle-Free Login
  3. Centralize Your Data
  4. Streamline Online Shopping
  5. Record Your Most Important Information
  6. Backup Sensitive Documents
  7. Generate Long, Strong Password
  8. Add Another Layer of Security
  9. Customize, Tweak, and Personalize
  10. Better Manage Your Company Data
আর অনেক কিছু। সফটওয়্যার অথবা প্লাগিন টি  ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
একটা পাসওয়ার্ড মনে রাখুন। আর বাকি সব গিলে ফেলুন!! রিভিউ করছেন Unknown তে 11:28 AM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.