Top Ad unit 728 × 90

>
[]

মাত্র ১এম বি সফটওয়্যার দিয়ে আপ্নের হার্ট রেট মাপেন,দামি যন্ত্র কেনার কি দরকার?সবাই পারবেন

সবাইকে সালাম।আশা করি সুস্থ আছেন। আমরা কোন সময় অসুস্থ হলে বা কেউ হলে, প্রেশারের রুগির হার্ট রেট বা পালস মাপি।হাতের কব্জির নিচে আংগুল দিয়ে চেপে ধরে কয়বার পালস হয় ১ মিনিটে তা মাপি। পালস মাপার অনেক যন্ত্র মার্কেটে পাওয়া যায় কিন্তু যদি আপ্নের অ্যান্ড্রয়েড মোবাইল থাকে এটা দিয়েই মাপতে পারবেন
এ জন্য এই সফটওয়্যার টি ডাওনলড করে মোবাইল এ ইন্সটল  করেন। মোবাইল এ flash light থাকতে হবে,আর এখন কার মোবাইল এটা থাকেই।

কিভাবে করবেন? নিচের চিত্র দেখুন।
ক্যামেরা  lens এর উপর আংগুল রেখে start button এ ক্লিক দিলে flash light জলবে, তখন একটু গরম লাগবে, ভয়ের কিছু নাই,আবার start e ক্লিক দিলে flash light off হয়ে যাবে।

মাত্র ১এম বি সফটওয়্যার দিয়ে আপ্নের হার্ট রেট মাপেন,দামি যন্ত্র কেনার কি দরকার?সবাই পারবেন রিভিউ করছেন Unknown তে 8:11 PM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.