Top Ad unit 728 × 90

>
[]

*****ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন ভীষণ সহজ উপায়ে। কোন Extra ডাউনলোডার লাগবে না। *****

আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহ্‌র রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে টিউন করবো ইউটিউব থেকে কিভাবে বিভিন্ন ফরম্যাটে ভিডিও ডাউনলোড করবেন, তার উপর। আমরা খুব সহজে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারি। কোন ডাউনলোড ম্যানেজার লাগবে না। তাহলে দ্রুত শিখে নিই।

কাজের ধারাঃ

১। প্রথমে ইউটিউবে গিয়ে আপনার পছন্দমত একটা ভিডিও সার্চ করুন।



২। এখন এই ভিডিওটির যে লিঙ্ক আসবে (For Example https://www.youtube.com/watch?v=L7rlnWi5jM4&feature=youtu.be ) এর  www. এর পরে ss লিখুন।


৩। এবার এডিটটেড লিঙ্কটা সম্পূর্ণ কপি করে আলাদা একটা ট্যাবে পেস্ট করুন।


৪।   এবার ইন্টার প্রেস করুন।
৫। যদি কোন অনুমতি চায় তাহলে সেটা দিয়ে দিন। (যেমনঃ প্রসিড অ্যানিওয়ে )।
৬। এবার আপনি ডান দিকে দেখুন বিভিন্ন ফরম্যাট আসছে। যেমনঃ 3gp,mp4,flv etc. ইচ্ছামত ফরম্যাট চয়েজ করুন। দেখবেন ডাউনলোড শুরু হয়ে গেছে।


৭। যদি আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের মাধ্যমে ডাউনলোড করতে চান তাহলে আপনার কাজের একেবারে শেষের দিকে অর্থাৎ যখন 3gp বা mp4 etc সিলেক্ট করেছিলেন তখন ওর যে লিঙ্কটা এসেছিল সেটা কপি করে ডাউনলোড ম্যানেজারের যে জায়গায় লিঙ্ক বসাতে হয় সেখানে পেস্ট করুন। ও কে করুন। দেখবেন ডাউনলোড শুরু হয়ে গেছে।
বন্ধুরা,চলে এসেছি টিউনের একেবারে শেষে। আজ আর নয়।
*****ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন ভীষণ সহজ উপায়ে। কোন Extra ডাউনলোডার লাগবে না। ***** রিভিউ করছেন Unknown তে 12:23 PM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.