নিজে তৈরি করুন ইউটিউবের ভিডিও ডাউনলোড করার সিস্টেম!
কয়েকদিন ধরে দেখছি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার হরেক রকম পদ্ধতি নিয়ে
টিউন হচ্ছে টেকটিউনসে! চমৎকার চমৎকার সেসব পদ্ধতির চেয়ে আমার পদ্ধতিটা
একটু আলাদা। একটু চেষ্টা করলেই অন্যের ওয়েবসাইটের দ্বারস্থ না হয়ে নিজেই
সিস্টেম তৈরি করে ফেলতে পারেন।
কী কী লাগবে?
কী কী লাগবে?
- একটা ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন।
- আপনার ওয়ার্ডপ্রেসে MDC YouTube Downloader প্লাগিন ইন্সটল করুন।
- এডমিন প্যানেল থেকে প্রয়োজনীয় সেটিং করে নিন।
- নতুন একটি Page অথবা Post তৈরি করুন। এবং
[mdc_youtube_downloader]
শর্টকোড দিন।
- ব্যস, কাজ শেষ! এবার Page/Post-টি দেখুন।
- যে পেইজে শর্টকোড দিয়েছেন, সেখানে একটা Text Box দেখতে পাবেন। ইউটিউবের যেকোনো ভিডিওর লিংক (যেমনঃ https://www.youtube.com/watch?v=8sS6NTWoakg) কপি করে এখানে পেস্ট করুন।
- Download বাটন ক্লিক করুন।
- এবার এই ভিডিওর যে ফরম্যাটগুলো আছে, সেগুলো লিস্ট আকারে দেখাবে। পাশের ডাউনলোড লিংকে ক্লিক করে ভিডিও ডাউনলোড করে নিন!
নিজে তৈরি করুন ইউটিউবের ভিডিও ডাউনলোড করার সিস্টেম!
রিভিউ করছেন Unknown
তে
12:13 PM
রেটিং:
No comments: