ফেসবুক মেসেজে Seen অপশন বন্ধ করার সহজ পদ্ধতি
ফায়ারফক্সে Seen বন্ধ করার পদ্ধতিঃ
- প্রথমে এখানে ক্লিক করে Unseen নামের অ্যাডঅনটি আপনার ফায়ারফক্স ব্রাউজারে যথা নিয়মে ইন্সটল করুন।
- ব্যাস এখন থেকে আপনি কারো ফেসবুক মেসেজ দেখে থাকলে সে কখনই জানতে পারবেনা যে আপনি তাঁর মেসেজ ইতিমধ্যে দেখে ফেলেছেন।
- আর আপনি যদি এই Seen অপশনটি আবার চালু করতে চান তাহলে মজিলা ফায়ারসক্সের Tools > Add-ons > Extentions মেন্যু থেকে Unseen নামের অ্যাডঅনটি Disable করে দিন।
গুগল ক্রোম ব্রাউজারে Seen বন্ধ করার পদ্ধতিঃ
- আপনার গুগল ক্রোম ব্রাউজার থেকে এখানে ক্লিক করুন এবং FB unseen নামের অ্যাড অন ইন্সটল দিন
- এবারেও আপনার কাজ শেষ। আপনার ফেসবুক মেসেজ আর কেউ Seen অপশন দেখতে পারবেনা।
- আর এই অপশন আবার চালু করার জন্য ব্রাউজারে নতুন একটি আইকন দেখতে পারবেন সেটার মাধ্যমে করতে পারবেন।
আজ এখানেই শেষ করছি। আশা করছি, এই ছোট ট্রিকস আপনার ভালো লাগবে। আপনার ভালো লাগা মন্দ লাগা জানাবেন। ধন্যবাদ ।
ফেসবুক মেসেজে Seen অপশন বন্ধ করার সহজ পদ্ধতি
রিভিউ করছেন Unknown
তে
4:03 PM
রেটিং:
No comments: