Top Ad unit 728 × 90

>
[]

সহজেই অনেকগুলো আডিও ফাইলে ছবি যোগ করুন সফওয়্যারের সাহায্যে

আজকের বিষয়টা অতি সাধারন। আমরা অনেকেই পিসি ইউজ করি কিন্তু অনেকেই আডিও ফাইলে ছবি অ্যাড করতে পারি না। সফটওয়্যার ছাড়াও প্লেয়ার থেকে ছবি যোগ করা যায় কিন্তু সেটা অনেকের কাছে ঝামেলা মনে হয়। তাই আমি দেখাব কিভাবে সফটওয়্যার থেকে সহজেই একসাথে অনেক গুলো আডিও ফাইলে ছবি অ্যাড করা যায়।
সফটওয়্যারটির নাম হল MP3Tag. । সফটওয়্যারটি সহজেই এখান থেকে ডাউনলোড করতে পারবেন।

এই সফটওয়্যারটি দিচ্ছি কারন আমি এটা অনেক দিন ধরে ব্যবহার করে আসছি।
প্রথমে সফটওয়্যারটি সাধারন নিয়মে ইন্সটল করুন । তারপর এটি ওপেন করুন। এবার যে গানটায় ছবি অ্যাড করতে চান সেটা ড্রাগ করে সফটওয়্যারএর উপর এনে ছেরে দিন। যদি একসাথে অনেকগুলো গানে ছবি যোগ করতে চান তাহলে গানগুলো সিলেক্ট করে এনে সফটয়্যারের উপর ছেরে দিন।


আপনি ইচ্ছা করলে পুরো ডিরেক্টরি একসাথে সিলেক্ট করে একসাথেই কম্পিউটারের সকল গানের ছবি এবং অন্যান্য ট্যাগ অ্যাড রিমুভ করে নিজের ইচ্ছা মত লাগাতে পারেন।


গানগুলো import করে সব সিলেক্ট করে প্রথমে ট্যাগ রিমুভ করে পরে আপনার ইচ্চামত করে ট্যাগ অ্যাড করুন। ছবি যোগ করার জন্য অডিও গুলো সিলেক্ট করে উপরের দেখানো যায়গায় রাইট ক্লিক করে ছবি অ্যাড করুন। কাজ শেষ হলে সেভ বাটনে প্রেস করুন। ব্যাস কাজ শেষ । এবার দেখুন আপনার অডিও তে ছবি যোগ হয়ে গেছে।
সহজেই অনেকগুলো আডিও ফাইলে ছবি যোগ করুন সফওয়্যারের সাহায্যে রিভিউ করছেন Unknown তে 11:50 AM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.