Top Ad unit 728 × 90

>
[]

Windows এর ভিতর লুকিয়ে থাকা থিমগুলো দেখতে চান ?

সবাই আশা করি ভাল আছেন। আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি Windows এর একটা জটিল ট্রিকস নিয়ে। Windows এ সাধারণভাবে ৭টি Aero Themes থাকে। বাকি আরও থিম Hidden করা আছে এগুলো কিন্তু অনেকেই জানেন না। তাই আজকে আমি আপনাদের দেখাবো বাকি থিমগুলো কিভাবে বের করা যায়।
  • প্রথমে সাধারণভাবে আপনার My Computer Open করুন। তারপর Organise এ ক্লিক করে Folder Options এ ক্লিক করুন।
  • এরপর View Tab এ ক্লিক করুন।
  • এরপর Advanced Settings এ Hidden files and folders লক্ষ্য করুন। এখানে "Show hidden files, folders, and drives." Select করুন।
  • তারপর "Hide protected operating system files (Recommended)." লেখাটা Uncheck করে দিন।

  • এরপর আপনি এই prompt টা পাবেন। Yes এ ক্লিক করুন।

  • তাহলে ঠিক নিচের মত হবেঃ

  • এরপর Apply এ ক্লিক করে OK তে ক্লিক করে নিন। অর্ধেক কাজ শেষ।
  • এইবার আসল কাজ করার পালা। এখন আপনার Windows Drive  এ গিয়ে Windows\Globalization\MCT লিখুন। ঠিক নিচের মতঃ

  • তারপর Enter চাপুন। দেখুন আসল জিনিস বের হয়ে গেছে। এগুলো প্রত্যেকটাই একেকটা Hidder থিমের Folder.

  • এই Folder গুলোতে ঢুকুন। উদাহরণস্বরূপ আমি ঢুকলাম MCT-ZA তে।

  • এরকম সব ফোল্ডারেই Theme নামক একটা Folder পাবেন। ওখানে ক্লিক করে Application এ ক্লিক করুন। ব্যাস, ওটা আপনার থিম হিসেবে বাছাই হয়ে যাবে।

Windows এর ভিতর লুকিয়ে থাকা থিমগুলো দেখতে চান ? রিভিউ করছেন Unknown তে 12:29 PM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.